ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

মত-মতান্তর

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতামূলক হতে হবে- ড. ইফতেখারুজ্জামান

স্টাফ রিপোর্টার
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার
mzamin

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমাদের দেশে সবসময় দেখেছি একটি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। ক্ষমতায় যেতেই হবে। একবার ক্ষমতায় যেতে পারলে সেটি ছাড়তে হবে সেটি মানতে রাজি নই। সেই কর্তৃত্ববোধের পতন হয়েছে, তবে এখনো পুরোপুরি সাফল্য অর্জিত হয়নি। এটি এত সহজ নয়। এই সংস্কৃতি থেকে বের হতে গেলে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতামূলক হতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দেশসেবা লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন এবং পাবলিক স্পিকিং অফিসিয়ালের যৌথ উদ্যোগে এসএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান পরিচালনা করেন এম. শাফাক হোসেন ও সোলায়মান আহমেদ জিসান। এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪টি জনসেবামূলক প্রতিষ্ঠান এবং ৫৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এই ১৫ বছরে আমাদের রাষ্ট্র কাঠামোতে এমন একটি প্রতিষ্ঠান নেই যেটিকে দলীয়করণের মাধ্যমে করায়ত্ত করা হয়নি। কর্তৃত্ববাদকে স্থায়ী করার জন্য, টেকসই করার জন্য পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দখল করা হয়েছিল। এর প্রতিবাদের কাজটা কিন্তু সহজ ছিল না, সে অবস্থাতে মোকাবিলা করে আমরা এখানে এসেছি। এটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। পুরো রাষ্ট্রব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারি মিজান রহমান।

পাঠকের মতামত

দুইটা কাজ করতে না পারলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা যাবেনা। মনে রাখতে হবে প্রতিষ্ঠানের সংস্কারের জন্য সংস্কারড ব্যক্তিকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিতে হবে। (১). সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধি চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে; অর্থাৎ ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। (২). রাষ্ট্রযন্ত্রকে সঠিক পথে পরিচালনার জন্য ছাত্র-জনতাকে ওয়াচ-ডগের ভূমিকায় থাকতে হবে।

Akbar Ali
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩:১৯ অপরাহ্ন

মত-মতান্তর থেকে আরও পড়ুন

আরও খবর

মত-মতান্তর সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status