ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী (৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার) আজ। ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি। এই তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। মরহুম এম. সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। তার সাদামাটা ব্যক্তিগত জীবন মানুষের দৃষ্টি কাড়তো। ছিল না চাওয়া-পাওয়ার অস্থিরতা। এমনকি উচ্চাকাঙ্ক্ষা উচ্চ বিলাসিতাও পছন্দ ছিল না একদমই। কথা বলতেন মারপ্যাঁচের জটিলতা ছাড়াই সরল-সহজ আর ইংরেজি মিশ্রিত সিলেটি আঞ্চলিকতায়। এ কারণেই দেশ-বিদেশে সকল শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তার। দেশ- দুনিয়ায় নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছিলেন। কর্মে তার অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা-বিশ্বাস আর কাজের প্রতি নিখাঁদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাঁধানো  উন্নয়নের ছোঁয়া। 
সংক্ষিপ্ত জীবনী: জন্ম ১৯৩১ খ্রিষ্টাব্দের ৬ই অক্টোবর, মৌলভীবাজারের বাহারমর্দনে। তার পিতা- মোহাম্মদ আব্দুল বাছির, মাতা- তালেবুন নেছা। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে তাঁর পিতা মারা যান। সে সময়ে তাঁর অভিভাবকত্ব গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি।  শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার। ব্যারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড একাউন্টেন্সি। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন। এছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। বিবাহ ১৯৬০ সালের ১৫ই জুলাই  বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ৩ পুত্র ও এক কন্যাসন্তানের জনক। ২০০৩ সালে তার স্ত্রী ইন্তেকাল করেন।  ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠালগ্নে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আপন করে ডাকলেন দল গঠনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে। তিনি তাই করলেন। রাজনীতিতে এলেন আলোকিত করলেন, আলোকিত হলেন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিকসংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বাথর্-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। গতকাল দুপুরে মানবজমিন’র সঙ্গে আলাপকালে তার জ্যৈষ্ঠ পুত্র সাবেক এমপি ও  মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমান জানান- তার বাবা সবসমই মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করতেন। বৃহত্তর সিলেটে তিনি যে যুগান্তকারী উন্নয়ন করে গেছেন এটিই তার বড় প্রমাণ। সাইফুর রহমান মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছেন মানুষের কল্যাণে করা উন্নয়নমূলক কাজের স্বীকৃতি পেয়েছেন। তিনি মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চান। 

১৫তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী: ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে  তার গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ, দোয়া, শিরণী বিতরণ। স্মৃতি পরিষদের উদ্যোগে বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্মরণসভা ও দোয়া মাহফিল। দলীয়ভাবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরাও নানা কর্মসূচি পালন করবেন।  

দাজ্জালের কবল থেকে দেশ উদ্ধার হয়েছে: নাসের রহমান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,  মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান ছাত্র-জনতার অন্দোলনে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন, এক মাস আগে দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হয়েছিল। আর ৫ই আগস্ট ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। সাড়ে ১৫ বছর ভারতের দখলে ছিল দেশ। ভারতের দখলে থাকায় দেশের কোনো উন্নয়ন হয়নি। কয়েকজন মানুষ দিয়ে দেশের সম্পদ লুটে নিয়ে যায় ভারত। গতকাল (বুধবার) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে এ কথা বলেন। তিনি আরও ৫টি স্থানে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজিনা নাসের, আলহাজ এমএ মুকিত, হেলু মিয়া, আশিক মোশারফ, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট ড. মো. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহিন, জেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপি’র সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ দীন, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হাই পিপলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, পৌর বিএনপি’র সম্পাদক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
 

পাঠকের মতামত

বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের অথনৈতিক উন্নয়নের কান্ডারীর প্রতি। আল্লাহ উনাকে জান্নাতে নসিব করুন।

Asif Ahmed
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৬ অপরাহ্ন

একটা দেশের অর্থনীতি কিভাবে স্বাবলম্বী হতে পারে তিনিই প্রথম পথ তৈরি করে গেছেন,,,বিনম্র শ্রদ্ধা উনার প্রতি,,আল্লাহ্ যেন ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেন, আমিন

H M MAHFUJUR RAHMAN
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ছিলেন। দলের বিচার নয় কর্মের বিচার করা উচিত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

Kazi
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৬ পূর্বাহ্ন

তাঁর মৃত্যুটা আজো রহস্যজনক রয়ে গেলো।

Saber ahmed
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৩ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status