ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

ভারত

ধর্ষণের শাস্তি ফাঁসি, পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিল আনতে চলেছে সরকার

সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে

(৯ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে। বিধানসভায় নতুন বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল। ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির পক্ষে সওয়াল করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করানো ও আইন করতে রাজ্যপালের কাছে পাঠানোর কথা বলেছিলেন। সেই বিলের জন্যই বসছে অধিবেশন। আজ, সোমবার কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠকে ঠিক হবে, কাল, মঙ্গলবার বিলটি নিয়ে কতক্ষণ আলোচনা হবে। যদিও খসড়া বিল এখনও পর্যন্ত বিধায়কদের হাতে এসে পৌঁছয়নি।

অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি। ধর্মতলায় চলছে বিজেপির ধর্না। সেখানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন 'আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে। দল হিসেবে বিজেপি সোম  ও মঙ্গলবার  বিধানসভায় তা দেখিয়ে দেবে।' ফলে এই দুদিন  বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট। এই প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য  বিজেপির  সভাপতি সুকান্ত মজুমদার   মৃত্যুদণ্ড সংক্রান্ত একটি আইন আনতে চেয়ে ১৯৫৭-য় তৎকালীন মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, “দেশের সংবিধান বলছে, যখন একই বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইন আনে, তখন কেন্দ্রের আইনই থাকা উচিত। ”বিধানসভার শোকপ্রস্তাবে আরজি করে নির্যাতিতার উল্লেখ থাকবে তো? আগাম প্রশ্ন তুলে রেখেছে বিজেপি শিবির৷ সেই নাম না থাকলে যে প্রথম দিন থেকেই সংঘাতের আবহে বিধানসভা অধিবেশন চলবে তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে বিজেপি শিবিরের তরফ থেকে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status