কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাঁচ বছর ধরে বিবেচনাধীন, স্বরাষ্ট্র মন্ত্রকের কবুল সংসদে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২০ জুলাই ২০২২, বুধবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন

দৃষ্টি আকর্ষণী প্রশ্নটি এনেছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাজদা আহমেদ। উত্তর দেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সাজদা আহমেদ এর প্রশ্ন ছিল - পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা কেন করা হচ্ছে না? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেন, ২০১৭ সালে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার ব্যাপারে আবেদন জমা পড়েছিল। সেই আবেদন এ নো অবজেকশন দিয়েও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু, বিষয়টি এখনও সবুজ সংকেত পায়নি। নিত্যানন্দ রাই জানান, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির নাম রাজা মাহেন্দ্রবোরাম হয়েছে, মধ্য প্রদেশের নগর উন্টারিরনাম বংশীধর নগর হয়েছে, আর একটি জায়গার নাম নর্মদা নগরী হয়েছে, পাঞ্জাব এর হরগোবিন্দ পুরের নাম হয়েছে শ্রী হরগোবিন্দ সাহিব। এই নামগুলোর পরিবর্তনটনে কোনও গাইডলাইন মানা হয়নি। নাম পরিবর্তনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও গাইডলাইন নেইও।