ঢাকা, ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

আওয়ামী লীগকে হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারmzamin

আওয়ামী লীগ যদি প্রতিবিপ্লব করার চেষ্টা করে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তাই দেশ নিয়ে ছেলেখেলা না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল সকালে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর   শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অন্যরা। অন্যদিকে শাহবাগের ফুলের দোকানের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট। এ সময় তারা বক্তব্যসহ বিভিন্ন নাচ-গান পরিবেশন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তাদের রাজপথে নামার প্রয়োজন ছিল না উল্লেখ করে সারজিস আলম বলেন, কিন্তু ওই কুচক্রী মহল ও ফ্যাসিজমের দোসররা এখনো চক্রান্ত করছে। তারা দেশের এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জনের সঙ্গে মিলে বিভিন্ন অপকর্ম করছে। তারা বিভিন্ন অপচেষ্টা করে যে ফায়দা লুটার চেষ্টা করছে, সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র-জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাইবোনের চলাফেরায় বিন্দুমাত্র অসুবিধা হোক। কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায়, তখন আমাদের কষ্ট করে হলেও রাস্তায় নামতে হয়। কারণ দেশ যদি দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। সে জায়গা থেকে আমরা ছাত্র-জনতা আজকে আবার রাস্তায় নেমে এসেছি।

তিনি বলেন, আমরা শুনছি বিভিন্ন মহল থেকে আজকের ১৫ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র-জনতা গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তারা যদি আবার দেশে একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য তাদের আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এদেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করার চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, এ দেশটা ছাত্র-জনতা মিলে একসঙ্গে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো। কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দুমাত্র কোনো অপচেষ্টা করে ছাত্র-জনতা যেকোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফার প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা এই ‘রেজিস্ট্যান্স উইক’ দিয়েছি এই জায়গা থেকে যে, বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর আসছে কিছু দোসর শয়তানকে নিয়ে তারা (আওয়ামী লীগ) এই সপ্তাহে একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটাতে চায়। সেই জায়গা থেকে আমাদের ‘রেজিস্ট্যান্স উইক’ দেয়া। তারা যদি তাদের জায়গা থেকে কোনো নোংরা পরিকল্পনা করে, এগুলোকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র-জনতা এই ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি দিয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা বিশ্বাস করি সেটি ছাত্র- জনতার সরকার। আমরা আমাদের দাবির বিষয়ে তাদেরকে প্রশ্ন করবো, চাপে রাখবো। আমরা এটাও বিশ্বাস করি, তাদের সদিচ্ছা রয়েছে। তারা আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে। আমরা আমাদের জায়গা থেকে যে দাবিগুলো জানিয়েছি, যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, তাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা শুরু হয়েছে। আমাদের এই সরকারের ওপর আস্থা আছে। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো করবে। কিন্তু তাদের মধ্য যদি আমরা কোনো দীর্ঘসূত্রতা দেখি, আমরা বলে দিচ্ছি, আমরা তাদেরকে যেমন ওই গদিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা জানি কোন কাজটা করতে কতোটুকু সময় লাগে। ততটুকু সময়ের মধ্যে এই কাজটি অবশ্যই হতে হবে। তা না হলে ছাত্র-জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলবে।

শেখ হাসিনার বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১৬ বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয় সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেয়া হতো। তাহলে এই দেশে নামে-বেনামে, হিসাবে-বেহিসাবে হাজারের ওপর যে আমার ভাইবোনকে হত্যা করা হয়েছে তার ক্রেডিটটিও ওই খুনি হাসিনার কাছে যায়। এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনার এমন একটি বিচার হোক, যেটি এক পেশে নয়। পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুক। ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে, আমরা তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার কথা বলেছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দাবি জানাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত তাই করেছি যা দেশের জনগণ চায়। এদেশের জনগণ যদি মনে করে এই খুনের দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে জনগণের পক্ষ থেকে আমরা সেই দাবি তুলবো।
 

পাঠকের মতামত

একজন ভালো মানুষ যাঁকে সবাই শ্রদ্ধা করেন। কিন্তু তিনি জেদের বশে একজন মানুষকে খুন করে ফেললেন। তখন তাঁকে কি ভালো মানুষ হিসেবে দেখা হবে নাকি খুনি হিসেবে? খুনের অপরাধে অবশ্যই তাঁর ফাঁসি হবে। তিনি ভালো মানুষ একথা বলে আদালত তাঁকে খালাস দিয়ে দিবেননা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা BAL এর যে সাফাই গাইলেন তাতে তিনি নিজেকে এর একজন অভিভাবক হিসেবেই নিজেকে প্রমাণ করলেন। অন্তর্বর্তীকালীন সরকারে এমন পক্ষপাতদুষ্ট উপদেষ্টা থাকা সত্যিই অনাকাঙ্ক্ষিত। সবারই বাহ্যিক প্রকাশ থাকবে নিরপেক্ষ। BAL পাকিস্তান আমলে অগ্রণী ভূমিকা পালন করলেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ৭২-৭৫, ১৯৯৬-২০০১, ২০০৮-২০২৪=২৪ বছরে অমানবিক কাজ ছাড়া আর কি করেছে? শেষ দিকে এসে গণহত্যা চালিয়ে নিজেদের প্রকৃত খুনি হিসেবেই প্রমাণ করলো তারা! বিশ্বে এমন নজিরবিহীন হত্যাযজ্ঞের কারণে তাদের অবিলম্বে সন্ত্রাসী, গণবিরোধী ও দেশদ্রোহী দল হিসেবে চিরদিনের জন্য এদেশে নিষিদ্ধ করা উচিৎ। অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বাগ্রে এ কাজটিই করা জরুরি। নইলে ঘাপটি মেরে থাকা দালালদের সহায়তায় তারা আবার ক্ষমতায় আরোহণ করতে পারে। আরেকবার বসতে পারলে কেয়ামত পর্যন্ত কেউ আর তাদের নামাতে পারবেনা। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন দেশপ্রেমিক সেনাপ্রধান তথা সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের উছিলায় দেশবাসীকে রক্ষা করুন। আমীন।

জেনিফার সুলতানা
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:২০ অপরাহ্ন

আমি মনে করি, দেশের আপামর জনগন ছাত্র-ছাত্রীদের মহান সংগ্রামের সাথে একাত্ত আছে। ইনকিলাব, জিন্দাবাদ।

এম. এ. হোসাইন
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ১০:২৭ পূর্বাহ্ন

Well said by him, I salute you brother

Nizamul Shahir
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:৩৭ পূর্বাহ্ন

বেস্ট উইসেস শিক্ষার্থীরা, বেস্ট উইসেস বাংলাদেশ।

Ehsanul Habib
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার, ১২:১৬ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status