বাংলারজমিন
আবু সাঈদ হত্যা মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৪ আগস্ট ২০২৪, বুধবারকোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন। এর আগে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্ত আলোর মুখে দেখেনি। গত ১৬ই জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে কোটা আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যান। এরপর আবু সাঈদ নিহতসহ বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় বাদী হয়ে তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও সহিংসতার ঘটনায় উচ্ছৃঙ্খল দুই থেকে তিন হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত ও বিএনপি-জামায়াত শিবির সমর্থিত নেতাকর্মী ছিল বলে উল্লেখ করা হয়। এতে আবু সাঈদের নিহতের বিষয়টি সুনির্দিষ্ট করে এজাহারে লেখা হয়নি। তবে মামলার বর্ণনায় এক জায়গায় লেখা ছিল, ওই সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম আবু সাঈদ (২৩)। পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হয়েছে। রংপুর অফিসে কর্মরত এসআই জিল্লুর রহমান এ মামলার তদন্ত করবেন।