বাংলারজমিন
মেহেন্দিগঞ্জে নদীভাঙনে হাজারো পরিবার গৃহহারা
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, বুধবারদক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত বৃহত্তম উপজেলা মেহেন্দিগঞ্জ। ছোট বড় ১৩টি নদী দিয়ে বেষ্টিত পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস এই অঞ্চলে। পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের নয়টি ইউনিয়নই ভাঙনের মুখে। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন ইউনিয়নের আয়তন। নদীভাঙনে মসজিদ-মাদ্রাসাসহ ২০ থেকে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের নাম বিভিন্ন গ্রামের নামে থাকলেও স্থান পরিবর্তন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের পাঠদান। মেঘনার উত্তালে উলানিয়া ইউনিয়নের সলদী ও আশা গ্রামটি হুমকির মুখে উলানিয়া বাজার সংলগ্ন জমিদার বাড়ি। যে বাড়িতে ভাষাসৈনিক, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর গ্রামের বাড়িটি থেকে শত গজ দূরে এই মেঘনার উত্তালে ওই বাড়িটি হুমকির মুখে। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি, সাদেকপুর, ধুলিয়ামধ্যেরচর, ইলিশা ও মাঝকাটা নদীর ভাঙনে হাজারো পরিবার গৃহহারা হয়ে পড়েছে। গোবিন্দপুর ইউনিয়নটি মেঘনা নদীর ব্যাপক ভাঙনে প্রায় বিলীনের পথে। আলিমাবাদ, শ্রীপুর, জাঙ্গালিয়ার অধিকাংশ গ্রামই বিলীন হয়ে গেছে। জিওব্যাগ প্রকল্পের মাধ্যমে কিছু কিছু গ্রামের ক্ষণস্থায়ী ভাঙন রোধ হলেও সিংহভাগে হুমকির মুখে মেহেন্দিগঞ্জ উপজেলা। নদীর তীরঘেঁষা টেকসই বাঁধ ভেঙে যাওয়ায় একটু জলোচ্ছ্বাসেই ডুবে যায় এই অঞ্চলটি।