কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপের ইস্তফা, অস্থায়ী রাজ্যপাল লা গণেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ১৮ জুলাই ২০২২, সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন
এনডিএ তাঁর নাম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখর। তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে কাজ চালাবেন মনিপুরের রাজ্যপাল লা গণেশ। তিনি মনিপুর ছাড়াও পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। কিন্তু এরপর স্থায়ী রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার দৌড়ে মুক্তার আব্বাস নাকভি এগিয়ে থাকলেও আর একটি নাম দৌড়ে উঠে এসেছে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর নাম। রাজ্যের মানুষের রাজ্যের রাজ্যপাল হতে সাংবিধানিক বাধা না থাকলেও এমন নজির এর আগে নেই। শিশির বাবু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে রবিবার সন্ধ্যায় পুত্র দিব্যেন্দুর সঙ্গে দিল্লি গেছেন। অনেকেই মনে করছেন রাজ্যপাল হওয়া নিয়ে শিশির বাবুর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হতে পারে এই যাত্রায়।