ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে বিক্ষিপ্ত সংঘর্ষের সময় গুলিতে নিহত ৫

ওয়েছ খছরু, সিলেট থেকে
৭ আগস্ট ২০২৪, বুধবার

সিলেটে রাতের আঁধারে বিক্ষিপ্ত সংঘর্ষের সময় গুলিতে ৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক শিশু নিখোঁজ রয়েছে। নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা পরবর্তীতে কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে। সর্বশেষ গতকাল দুপুরে কোতোয়ালি থানায় আগুন দেয়া হয়েছে। এর আগে রাতে পুলিশ সুপারের কার্যালয়সহ কয়েকটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়া হয়। তবে বিএনপি-জামায়াত নেতাদের হস্তক্ষেপে মঙ্গলবার দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দুর্গম সোনাটিলা বিজিবি ক্যাম্পে সোমবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি’র গুলিতে ২ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক শিশুর খোঁজ গতকাল বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিম জাফলং ইউনিয়নের সদস্য কামাল আহমদ মানবজমিনকে জানিয়েছেন; রাতে বিজয় উল্লাসের সময় কিছু সংখ্যক তাদের আটকে রাখা গাড়ি উদ্ধার করতে বিজিবি ক্যাম্পে হামলা চালায়।

বিজ্ঞাপন
এর আগে বিকালে স্থানীয় জনতা সোনারহাট বিজিবি’র ওই ক্যাম্পে গিয়ে মিষ্টি বিতরণ করে এসেছেন। ওই সময় অবশ্য কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাতের আঁধারে হঠাৎ করে দুই থেকে আড়াইশ’ মানুষ চিনি, কসমেটিক্সসহ নানা পণ্যবাহী আটকে রাখা গাড়ি ছাড়াতে ক্যাম্পে যান। এ সময় বিজিবি’র সদস্যরা ক্যাম্পের ভেতরেই অবস্থান করছিলেন। স্থানীয় জনতা ক্যাম্পের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে গেলে বিজিবি’র পক্ষ থেকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদের বাসিন্দা সুমন মাহিদুল, সদর ইউনিয়নের ফেনাইকোনা গ্রামের সুমন আহমদ। ঘটনার খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় গুলিবিদ্ধ অন্তত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। ইউপি সদস্য জানান- স্থানীয় এক শিশু নিখোঁজ রয়েছে। তার জুতা ঘটনাস্থলে পাওয়া গেছে। ঘটনাকালীন সময়ে উপস্থিত থাকা লোকজন ওই শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন। তবে পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিস্থিতি থমথমে থাকায় এখনো তারা অনুসন্ধান চালাতে পারেননি বলে জানান তিনি। এদিকে রাতে বিয়ানীবাজারে পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন। তারা জানান- বিকাল ৩টা থেকে বিয়ানীবাজার জুড়ে বিজয় উল্লাস চলছিল। এ সময় কিছু সংখ্যক লোক বার বার থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। সন্ধ্যায় থানায় কম্পাউন্ডের ভেতরে থাকা পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এ সময় পুলিশ থানার ভেতর থেকে গুলি ছোড়ে। রাতে থানার ফটকের কাছে তারা নয়াগ্রাম এলাকার বাসিন্দা রায়হানের লাশ দেখতে পেয়েছেন। ওই লাশ পরিবারের সদস্য নিয়ে গেছে। এর মধ্যে তারেক নামে একজন নিখোঁজ ছিলেন। সকালে থানার অদূরে একটি ঝোপের কাছে তারেকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত তারেকের বাড়ি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কচুখালীরপাড় গ্রামে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার লাশও স্থানীয়রা নিয়ে গেছেন। তবে গতকাল সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান স্থানীয় সংবাদকর্মীরা। সোমবার সন্ধ্যার একটু আগে সিলেট নগরের কোতোয়ালি থানা দখলে নিতে যায় স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তারা প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় থানার ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। এতে কামরুল ইসলাম পাভেল নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়। তার নানার বাড়ি তোপখানা এলাকায়। বাড়ি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে। সে কাজীরবাজারের একটি আড়তে কাজ করতো। তোপখানা এলাকার বাসিন্দারা জানিয়েছেন- পাভেল থানার প্রধান গেটের কাছাকাছি দাঁড়িয়েছিল। এ সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হলে সে গুলিবিদ্ধ হয়। এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। এ ঘটনায় এলাকার কয়েকজন লোকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সিলেট জেলা পরিষদ, সুবহানীঘাট পুলিশ ফাঁড়ি, কুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি, বন্দরবাজার পুলিশ ফাঁড়িসহ কয়েকটি স্থানে আগুন দেয়া হয়। পরে অবশ্য সেনাবাহিনীর কর্মকর্তারা সড়কে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
রাতে মাইক হাতে সড়কে আরিফুল হক চৌধুরী: রাতে নগরের নানা স্থানে হামলার খবর আসছিল। তখন সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা ছিলেন সাবেক মেয়র বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে। ঘটনায় রাতে সাবেক এই মেয়রের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা দেয়া হয়। এরপর তিনি আরেক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালকে নিয়ে মিনি ট্রাকে করে মাইক হাতে রাস্তায় নেমে পড়েন। তিনি নগরের শৃঙ্খলা ফেরাতে পাড়ায় পাড়ায় নগরবাসীকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান। 
কোতোয়ালি থানা পরিদর্শনে মুক্তাদির-কাইয়ূম: গতকাল দুপুরে কোতায়ালি থানা পরিদর্শন করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীসহ সিনিয়র নেতারা। এ সময় জেলা বিএনপি’র সভাপতি জানান- সরকারি-বেসরকারী, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও যেনো ভাঙচুর না করা হয়। এজন্য সিলেট নগরবাসীকে সোচ্ছার থাকার আহ্বান জানান তিনি।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status