শেষের পাতা
সিলেটে বিক্ষিপ্ত সংঘর্ষের সময় গুলিতে নিহত ৫
ওয়েছ খছরু, সিলেট থেকে
৭ আগস্ট ২০২৪, বুধবারসিলেটে রাতের আঁধারে বিক্ষিপ্ত সংঘর্ষের সময় গুলিতে ৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক শিশু নিখোঁজ রয়েছে। নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা পরবর্তীতে কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে। সর্বশেষ গতকাল দুপুরে কোতোয়ালি থানায় আগুন দেয়া হয়েছে। এর আগে রাতে পুলিশ সুপারের কার্যালয়সহ কয়েকটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়া হয়। তবে বিএনপি-জামায়াত নেতাদের হস্তক্ষেপে মঙ্গলবার দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দুর্গম সোনাটিলা বিজিবি ক্যাম্পে সোমবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি’র গুলিতে ২ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক শিশুর খোঁজ গতকাল বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিম জাফলং ইউনিয়নের সদস্য কামাল আহমদ মানবজমিনকে জানিয়েছেন; রাতে বিজয় উল্লাসের সময় কিছু সংখ্যক তাদের আটকে রাখা গাড়ি উদ্ধার করতে বিজিবি ক্যাম্পে হামলা চালায়।
রাতে মাইক হাতে সড়কে আরিফুল হক চৌধুরী: রাতে নগরের নানা স্থানে হামলার খবর আসছিল। তখন সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা ছিলেন সাবেক মেয়র বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে। ঘটনায় রাতে সাবেক এই মেয়রের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা দেয়া হয়। এরপর তিনি আরেক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালকে নিয়ে মিনি ট্রাকে করে মাইক হাতে রাস্তায় নেমে পড়েন। তিনি নগরের শৃঙ্খলা ফেরাতে পাড়ায় পাড়ায় নগরবাসীকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।
কোতোয়ালি থানা পরিদর্শনে মুক্তাদির-কাইয়ূম: গতকাল দুপুরে কোতায়ালি থানা পরিদর্শন করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীসহ সিনিয়র নেতারা। এ সময় জেলা বিএনপি’র সভাপতি জানান- সরকারি-বেসরকারী, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও যেনো ভাঙচুর না করা হয়। এজন্য সিলেট নগরবাসীকে সোচ্ছার থাকার আহ্বান জানান তিনি।