ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

টেকনাফে সৈকত থেকে নারী-শিশুসহ ১৮ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবার

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রোহিঙ্গা স্বজনরা টেকনাফের সৈকতে ভিড় জমিয়েছে। নিহত সকলে রোহিঙ্গা মুসলিম। সেদেশে অব্যাহত যুদ্ধের ফলে প্রতিনিয়ত এদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া ঘাটে মঙ্গলবার সকাল ৯টায় বোট ডুবির এ ঘটনা ঘটে। বিজিবি-কোস্ট গার্ড সীমান্তে কড়া সতর্ক থাকলেও তাদের ফাঁকি দিয়ে রাতের আধাঁরে রোহিঙ্গাদের এ অনুপ্রবেশ ঘটে। এর মধ্যে বিজিবির হাতে অনেকে আটক হলেও বেশির ভাগ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয়ে চলে যায়।
বোট ডুবির ঘটনায় একমাত্র জীবিত তাবদিলা নামে এক নারী জানান- বোটে ৩১ জন রোহিঙ্গা ছিল। এর মধ্যে তার স্বামী, তার দুই মেয়ে, তিন নাতনি ও মেয়ের জামাই ছিল। দুই মেয়ে ও দুই নাতনির লাশ পেয়েছে।

বিজ্ঞাপন
বাকিদের খোঁজ মেলেনি। তিনি আরো জানান, সোমবার ভোর চারটার দিকে মিয়ানমারের মংডুস্থ ফয়েজি পাড়া বরাবর ঘাট হতে বোটে উঠেন। নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবির ছড়া ও রাজারছড়া সৈকত বরাবর পৌঁছলে বোটটি ডুবে যায়। এতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ শিশুসহ ৭ জন মহিলা ও ৩ জন পুরুষ রয়েছে।
শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হাসিনা বেগম জানান, বোটে উঠার আগে মুঠোফোনে যোগাযোগ ছিল নিহত স্বজনদের সাথে। এরপর থেকে যোগাযোগ ছিল না। টেকনাফের সৈকতে রোহিঙ্গা বোঝাই বোটডুবির খবর পেয়ে খোঁজতে আসে। সেখানে তার ভাবীর মৃতদেহ পেলেও বাকি দুই ভাইপো ও দুই নাতনীর খোঁজ মেলেনি।
অপর এক রোহিঙ্গা নারী কেঁদে কেঁদে বলেন, আবছার নামের এক নৌকার মাঝির মাধ্যমে তার আত্মীয়রা এপারে আসছিলেন। কারো খোঁজ পায়নি। এদিকে নৌকা ডুবির খবর পেয়ে রোহিঙ্গা স্বজনরা সৈকতে ভিড় জমিয়েছে। অনেকে পরিচয় শনাক্ত করে আত্মীয়স্বজনরা লাশ নিয়ে যাচ্ছে। স্থানীয় মেম্বার রশিদ মিয়া জানান, প্রতিনিয়ত রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। বিজিবিকে বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, লাশের ব্যাপারে থানায় খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status