বাংলারজমিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পঞ্চগড় প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারপঞ্চগড়সহ সারা দেশে তৃতীয় শক্তি কর্তৃক অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জজকোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক মোকাদ্দেছুর রহমান সান, খোরশেদুর রহমান, মখলেছার রহমানসহ সমন্বয়ক নেতারা বক্তব্য রাখেন। তারা তৃতীয় শক্তির দ্বারা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিভিন্ন উপ-কমিটি গঠনের মাধ্যমে এলাকায় দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, আমরা গত সোমবার স্বৈরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করলেও মনে শান্তি নেই। কেন না যেসব ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। একটি চক্র সুযোগ নিয়ে মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছে।