ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবার

পঞ্চগড়সহ সারা দেশে তৃতীয় শক্তি কর্তৃক অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জজকোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক মোকাদ্দেছুর রহমান সান, খোরশেদুর রহমান, মখলেছার রহমানসহ সমন্বয়ক নেতারা বক্তব্য রাখেন। তারা তৃতীয় শক্তির দ্বারা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিভিন্ন উপ-কমিটি গঠনের মাধ্যমে এলাকায় দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, আমরা গত সোমবার স্বৈরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করলেও মনে শান্তি নেই। কেন না যেসব ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। একটি চক্র সুযোগ নিয়ে মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছে।

বিজ্ঞাপন
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় ছাত্ররা কখনো জড়িত ছিল না এখনো নেই। আমরা এসব সমর্থন করি না। আপনারা সবাই সজাগ হবেন। এদেশ আমাদের। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। কেউ সুযোগ নিয়ে যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের ও আহমদিয়াদের বাড়িতে হামলা করতে না পারে সেজন্য আপনারা সজাগ থাকবেন। এ ধরনের কোনো ঘটনা দেখা মাত্রই প্রশাসনকে জানিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। কারণ তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। এদিকে, শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিয়ে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বক্তব্য রাখেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর কাজ হচ্ছে সমস্ত সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া। বিগত দিনে পঞ্চগড় পুলিশের প্রত্যেকটি সদস্য কাজ করেছে। আপনারা জানেন এখানে আন্দোলন চলাকালে ছাত্রদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের ভূমিকা পেশাদারিত্বের সঙ্গে পালন করেছি। এ সময় তিনি পঞ্চগড়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যেকোনো ধরনের অপরাধ দমনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status