ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

অধ্যক্ষ এম এ কালামের মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৫৮ অপরাহ্ন

mzamin

গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ কালামকে গত ৩০ জুলাই ২০২৪ তার কলেজ হতে একদল সাদা পোশাক পরিহিত গোয়েন্দা  সংস্থার লোক তুলে নিয়ে যায়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গুরুতর কোনো অভিযোগ না পেয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 
এম এ কালামের পরিবার থেকে জানানো হয়, শিক্ষা ও কলেজ সংক্রান্ত উন্নয়ন ছাড়া কোন রাজনৈতিক চর্চা তিনি করতেন না। আজকে গুলশান কমার্স কলেজে এত এত ছাত্র-ছাত্রী, কেউ কখনো বলতে পারবে না কাউকে কোন রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। পাঠদান উন্নতিকরণ ও কমার্স বিষয়ক বই লেখা ছাড়া অন্য কোন কাজে মন নিবেশ করতে তাকে কখনো দেখা যায়নি। সমাজ উন্নয়ন কার্যক্রমেও তিনি ছিলেন সক্রিয়। তারপরও কেন তাকে তুলে নিয়ে যাওয়া হল এ বিষয়ে এখন পর্যন্ত কোন সদুত্তর পায়নি তার পরিবার। কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায় তাকে কখনো কোন উস্কানিমূলক বক্তব্য দিতে তারা শুনেননি। তিনি কোন রাষ্ট্রবিরোধী কাজে সম্পৃক্ত থাকতে পারেন না বলে বিশ্বাস করেন কলেজের ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। তাই তারা দ্রুত অধ্যক্ষ এম এ কালামের মুক্তি দাবি করছেন।
উল্লেখ্য জনাব এম এ কালাম ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে ঢাকা মহানগর এর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।  এছাড়া তার লেখা উচ্চ মাধ্যমিকের হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র বইটি দেশব্যাপী কলেজগুলোতে স্বীকৃত। 
 

পাঠকের মতামত

অবশ্যই একজন অমায়িক ভদ্রলোক, শিক্ষা ছাড়া অন্য কোন কাজে লিপ্ত নয়, অমায়িক, সৎ লোকের মুক্তি চাই। দিতে হবে। সে নিরপরাধ।

Aktaruzzaman
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:১৫ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status