অনলাইন
পথচারী দেখলেই মোবাইল ‘ফোন তল্লাশি’ করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৮ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে। আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়ে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করতে দেখা গেছে। শিক্ষার্থী বা আন্দোলনকারী সন্দেহ হলেই তাদের ওপর চড়াও হচ্ছেন তারা।
রোববার সকাল থেকে রাজধানীর ধানমণ্ডি ৩/এ সড়কে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা ১২টার দিকে এলিফেন্ট রোড এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরা।
সড়কে রিকশা যোগে সিটি কলেজমুখী তরুণদের মোবাইল ফোন তল্লাশি শুরু করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনের ওপর হামলা করতেও দেখা যায়।
একই চিত্র দেখা গেছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন আল্লাহ করিম জামে মসজিদের সামনে।
বাসস্ট্যান্ড এলাকায় রিকশা, মোটরসাইকেল ও পায়ে হেঁটে যারাই যাচ্ছেন সবার মোবাইল ফোন তল্লাশি করা হচ্ছে। আন্দোলনকারী সন্দেহ হলেই তাদের ওপর চড়াও হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।