অনলাইন
সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া, পাল্টা ধাওয়া, আহত কয়েকজন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৯ অপরাহ্ন
সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে ছাত্র জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় এক শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের ধাওয়ায় ছাত্র জনতা নগরে জিন্দাবাজার, বারুতখানা, জেলরোড এলাকায় অবস্থান নেয়।
ছাত্র জনতা দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে থাকা পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা নগরের কোর্ট পয়েন্টের চর্তুদিকে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।
পরে জিন্দাবাজার থেকে আসা একটি মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জেলরোড সহ কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় এক শিশু সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া নগরের আম্বরখানায় একটি মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা।