অনলাইন
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের গুলি, দুজনের মৃত্যু, আহত অর্ধশতাধিক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৩ অপরাহ্ন
মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আজ রোববার সকাল পৌনে দশটা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। নিহতদের বয়স ২২-২৫ বছর। আহতদের অধিকাংশের বয়স ২০-২৫ বছরের মধ্যে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল বেলা পৌনে ১২ টার দিকে বলেন, সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিল। তাদের বয়স ২২-২৫ বছর। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।