অনলাইন
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ, ২ গাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
(১১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫২ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের দাউদকান্দি ইলিয়টগঞ্জের সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এ সময় ২টি প্রাইভেটকারে আগুন দেয় তারা। তবে এ ঘটনায় কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় দিকে মহাসড়কের রিলায়েবল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার, বুড়িচং, দেবিদ্বার ভিরাল্লা, লাকসাম সড়কে ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আইন শৃংখলা বাহিনীর উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি তাদের।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, আন্দোলনে দুস্কৃতিকারীরা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তারা। এ ঘটনায় কোনো সাধারণ শিক্ষার্থী জড়িত নয় বলেও দাবি তাদের।
দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা শিক্ষার্থীদের কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না। ইলিয়টগঞ্জে আমাদের টিম তাদের নিরাপত্তার জন্য ডিউটি করছে। তারপরও শিক্ষার্থীরা বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে। আমাদের পুলিশদের তারা অবরুদ্ধ করে রেখেছে। মাত্র আমরা তাদের উদ্ধার করলাম।