ঢাকা, ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

চরফ্যাশনে ট্রলারডুবি, ৫ জনকে উদ্ধার, নিখোঁজ ৮

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
৪ আগস্ট ২০২৪, রবিবার

ভোলার চরফ্যাশন সাগর মোহনার শিবচরে ১৩ মাঝি-মাল্লা নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রযেছে ৮ জন। তাদের উদ্ধার তৎপরতা থাকলেও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল ৮ টায় শিব চর নামক স্থানে সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক রুবেল চৌকিদার। ডুবে যাওয়ার ১৩ জেলের মধ্যে ৫ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ট্রলারের মাঝি রুবেল চৌকিদার জানান, ২ আগস্ট  শুক্রবার রাত ৮টায় সাগরে জাল পাতানো প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ প্রচন্ড বাতাস আসলে সাগরের ঢেউয়ের তোরে ট্রলারটি সাগরে ডুবে যায়। এ সময় সাগরে থাকা অন্য ট্রলারের সহযোগিতায় ৫ জেলেকে  উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন ৮ জন। নিখোঁজ জেলেরা হলেন-আহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফরিদাবাদ গ্রামের তাজল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫), একই ওয়ার্ডের জলিল মালের ছেলে সাদেক মাল (৬০), নুরুল হক মাতব্বরের ছেলে মোহাম্মদ হোসেন (৫৫), আব্দুল গনি মৃধার ছেলে  বেলাল মৃধা(৪৫), মোখলেসুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৪৫), নুরাবাদ ৮ নং ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুদ্দিন,নুরাবাদ ৯ নং ওয়ার্ডের শাহে আলম। জীবিদ উদ্ধার জেলেরা হলেন, নাজিম, সুমন, মনির, শাহিন ও দুলাল। নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে শোকের মাতম। ট্রলার মালিক রুবেল চৌকিদার আরো জানান, ২৬ জুলাই ১৩ জন মাঝি মাল্লাসহ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে শুক্রবার সকাল ৭টায় ট্রলার নিয়ে শুকনাখালী মাছ ঘাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। ট্রলার কিছুক্ষণ চালানোর পর ৮ টায় সোনার চর এলাকায় অসংখ্য ডুবোচর ও পানির ডেউয়ে ট্রলারটি আকস্মিকভাবে উল্টে যায়। এতে ১৩ জন জেলের মধ্যে ৫ জনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৮ জেলে। তাদেরকে উদ্ধারে কোস্ট গার্ড কাজ করছেন।

ধারণা করা হচ্ছে এ জেলেরা তাদের জাল কে রক্ষা করতে গিয়ে জালের ভিতরে পেচিয়ে পড়ে জালের সাথে সাগরের তলে ডুবে গেছে। তাদেরকে উদ্ধারের অভিযান চলমান রয়েছে।
দক্ষিণ আইচা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শুধাম চাকমা জানান, নিখোঁজ ৮ জেলের উদ্ধার কাজ চলমান রয়েছে।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, শুক্রবার অসংখ্য ডুবোচর ও পানির ডেউয়ে ১৩ জন জেলেসহ ট্রলার ডুবে যায়। এতে ৫ জন জেলে জীবিত উদ্ধার হয়েছে। বাকি ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছেন কোস্ট গার্ড, নৌ-পুলিশ।
এদিকে নিখোঁজ জেলেদের বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে স্বজনদের কান্নার আহাজারি।নিখোর জেলেরা আজও জীবিত ফিরে আসতে পারবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাদের স্বজনদেরকে উদ্ধারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আরো তৎপর হওয়ার সুদৃষ্টি কামনা করছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status