অনলাইন
হেফাজত থেকে মুক্ত হয়ে যা বললেন সারজিস আলম
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হেফাজত থেকে মুক্ত হওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নিজের ফেসবুক পেজে তিনি আন্দোলন নিয়ে তার অবস্থান প্রকাশ করেছেন। এতে তিনি লিখেন, ‘কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি।
আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারাদেশে আমার স্কুল কলেজের ভাইবোনদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবা'কে হুমকি দিয়েছেন ! মাশরুর তার উদাহরণ।
যারা একটিবারের জন্যও এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিৎ ছিল না!
কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ! অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতুভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাশরুরসহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী।
রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন? এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে?
৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন ?
পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা বলি, এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর। যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন-পীড়ন করা হয়েছে, অত্যাচার-নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে, সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নিব।
এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যেকোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে ; গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে ; ততদিন এ লড়াই চলবে। ’
পাঠকের মতামত
শাবাশ বাঘের বাচ্চা, শাবাশ
Well done, Hero
হাজার সালাম আপনাকে
রাষ্ট্র সংস্কার জরুরী
ইনশাআল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্ররা যত আন্দোলন করেছে কোনোটাই বিফল হয়নি
জালেমের বিরুদ্ধে সত্য জয়ী হবেই, ইনশাআল্লাহ।
সত্য বলেছ ভাই। সাংবিধানিক অধিকারের জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশের জনগণ তোমাদের সাথেই আছে।
সাবাস, তারুণ্যের বিজয় হবে ইনশাআল্লাহ
পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া এই System সংশোধনের একমাত্র উপায়, তাহলো System Reset দিতে হবে। নতুন নির্বাচন, নতুন সরকার, সংবিধান সংশোধন, প্রশাসনিক ক্ষমতায় সমন্বয় বিন্যাস। পুলিশ বিজিবি সেনাবাহিনী ইত্যাদি বাহিনীকে স্ব-স্ব পরিধির মধ্যে সীমিত করন। এছাড়া এই পঁচে যাওয়া সিস্টেম থেকে জাতি উদ্ধার হতে পারবেনা।
এ লড়াই লাল সবুজের পতাকা বাচানোর ।মিথ্যাচারের বিরুদ্ধে সত্যের লড়াই চলবে ।
এই যুগে , দেশের ক্রান্তিলগ্নে এমন সাহসী ছেলের খুব দরকার ।। দেশের সমস্ত দেশপ্রেমিক জনগণ তোমার সাথে আছে ।।
সাবাশ আলম তোমরা তরুন দেশকে সঠিক পথে নিয়ে আসবা, তোমরা আগামীর বাংলাদেশ।
সত্য বলেছ ভাই। সাংবিধানিক অধিকারের জন্যে তোমাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশের জনগণ তোমাদের সাথেই আছে।
শিক্ষার্থীদের খুনীরা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়েছে।
হায়রে মসনদ ! তুমি মানুষ বুঝোনা.. তুমি জিবন বুঝোনা.. তুমি ঘৃনাও বুঝোনা.. আফসোস
আগমীর বাংলাদেশ সম্ভাবনার
They are our new generation. Government did mistake by treating then inhumanely.
মাশ আল্লাহ, তোমার ই জাতির ভবিষ্যতের নেতা।
লড়াই চলবে।
সময় এখন শুধু আপনাদের
আমরা আর এই আওয়ামীলীগ স্বৈরাচারি খুনি জালিম সরকারকে চাই না। এই সরকার ক্ষমতায় থাকার তার সব অধিকার হারিয়েছে। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার! কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার! স্বৈরাচার! - স্বৈরাচার নিপাত যাক! গণতন্ত্র মুক্তি পাক!
আলহামদুলিল্লাহ ভাই আমার সবসময় আছি থাকব।ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ ভাই আমার সবসময় আছি থাকব।ইনশাআল্লাহ।
সাবাস ছোট ভাই তোমার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো ।দেশ একদিন সত্যিকারের স্বাধীন হবে ইনশাআল্লাহ ,সেই দিন আর দূরে নয়।
সাবাস
মনোযোগ দিয়ে লেখাপড়া কর সোনা,অনেক হইছে। আর ভাল লাগছেনা। এখন বিরক্ত লাগছে।
এই না হলে ছাত্র,,,,,,,,.!
যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন বাংলাদেশ সাময়িক পথ হারালেও পথ খোজে পাবে ।
বাঘের বাচ্চা! আমরা পারিনি, তোমারা পারবে।
মুক্তির অপেক্ষায় "বাংলাদেশ" মুক্তির অপেক্ষায় "লাল সবুজের পতাকা"
ইনশাআল্লাহ বিজয় সত্যর,বিজয় মেহনতী মানুষের, বিজয় বীরত্বের, সত্যর পথে মৃত্যুকে আলিংগন করবো কিন্তু মিথ্যায় কখন মাথা নোয়াবো না,,, ইনশাআল্লাহ
সাবাস, তারুণ্যের বিজয় হবে ইনশাআল্লাহ
এ লড়াই হবে দুর্নিতীর বিরুদ্ধে।
ছাত্ররা আর কতদিন আন্দোলন টেনে নিয়ে যাবে অভিভাবকদের সম্পৃক্ত হওয়া উচিত
সত্যের বিজয় হবেই ।দেশ থেকে টুকাইদের বিতাড়িত করতে হবে
Great, salute to your spirit.
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,সাব্বাস বাংলার সূর্য সন্তান, তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক
সাবাস বাংলাদেশের ১৮ কোটি জনতা আপনাদের পাশে আছে।
Move forward. We are proud of you.
এগিয়ে যাও যুবক। কি ভাবে অধিকার আদায়ে সংগ্রাম করতে হয় তা তোমাদের কাছে শিখতে শুরু করেছি।
সাবাস, তারুণ্যের বিজয় হবে ইনশাআল্লাহ
Salute Sir. Salute thousand times to you.
অসত্যের কাছে কভু নত নাহি হবে শীর । ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। - কবি কাজী নজরুল ইসলাম
আমরা পরাজিত সৈনিক। আমরা তোমাদের নেতৃত্ব নতুন বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে।
InsahAllah, we all are in same boat.
লড়াই চলবে
Great statement.