ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বাংলাদেশ প্রসঙ্গ

বৃটিশ হাউজ অব লর্ডসে সিটিজেন মুভমেন্টের সেমিনার

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(১১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

মানবাধিকার সংগঠন সিটিজেন মুভমেন্টের উদ্যোগে বৃটিশ হাউজ অব লর্ডসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা এবং বাংলাদেশে সরকারের দমন নিপীড়ন বন্ধে বৃটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে এক সেমিনারের আয়োজন করা হয়। লর্ড কোরবান হোসেনের সভাপতিত্বে এবং সিটিজেন মুভমেন্টের সভাপতি এম এ মালিকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন  সাবেক বৃটিশ এম পি সায়মল ডানসাক, প্রফেসর ড. হাসনাত, বিশিষ্ট রাজনীতিবিদ মাহিদুর রহমান, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, সাবেক সেনা কর্মকর্তা  সিদ্দিক, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ। এই সময়  উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন, আবেদ রাজা, নাসির আহমেদ শাহীন,খসরুজ্জামান খসরু, কে আর জসিম,রাকেশ রহমান, সাদিক হাওলাদার, ইমতিয়াজ এনাম তানিম, ডালিয়া লাকুরিয়া, আহমেদ সাদিক, শামীম আহমেদ, অঞ্জনা আলম, রিতু রহমান, তাসলিমা তাজ সহ অনেকে। সিটিজেন মুভমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মঈনুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হাসান, শিবলী সহিদস, আরিফ আহমেদ, গিয়াস উদ্দীন, নাহিদুল ইসলাম নাহিদ, তোতা সরকার, আরিফুল ইসলাম।

সভায় উপস্থিত ব্যক্তিরা লর্ড কোরবন হোসেনকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন । লর্ড কোরবান হোসেন তার বক্তব্যে বলেন তিনি সব কিছু বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরে অবহিত করবেন এবং এ বিষয়ে বৃটিশ সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করবেন ।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন- হেলাল উদ্দিন আহমেদ, নাজমুল চৌধুরী,এম এ রব, মোহাম্মদ রবিউল্লাহ,অ্যাডভোকেট তাসলিমা খাতুন চৌধুরী,গাজী রফিক, মঞ্জুর হোসাইন, মোহাম্মদ জিয়াউল হাসান,সরফরাজ শরফু, আনোয়ার হোসাইন টিপু,সায়েদ আবু বকর সিদ্দিক, অঞ্জনা আলম, অ্যাডভোকেট সুফিয়া পারভীন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদের জিলানী,মুন্না আহমেদ,রাইনা আফরোজ, রোহান তারিক, সায়েদ কবির হোসাইন,সোহেল আহমেদ, মোহাম্মদ ফাহিদুল আলম,ওমর ফারুক,পাবেল আহমদ,মোহাম্মদ আব্দুর রহমান,মোহাম্মদ আশিক আমিন মজুমদার,আবু সালেহ,নন্দন দে,মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী,আমিনুল ইসলাম,কাজী মাসুদ হাসান, অ্যাডভোকেট ওবাইদুল হক,পল্লব,হাসান জাবেদ,মিনাজুল আলম মামুন,রফিকুল ইসলাম প্রমুখ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status