কলকাতা কথকতা
উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ১৭ জুলাই ২০২২, রবিবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১২ অপরাহ্ন

ভারতের উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিরোধীদের প্রার্থী হলেন বর্ষিয়ান কংগ্রেস নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। রবিবার দুপুরে বিরোধী দলের নেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করার পর এনসিপি নেতা শারদ পাওয়ার মার্গারেট আলভার নাম ঘোষণা করেন। এনডিএ প্রার্থী হিসেবে জগদীপ ধনখর এর নাম ঘোষিত হওয়ার পর বিরোধী দলগুলির প্রার্থী নির্বাচন ছাড়া। আর কোনও উপায় ছিল না। কারণ, একজন প্রার্থী না থাকলে জগদীপ ধনখর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততেন যেটি সংসদীও রাজনীতির ভালো বিজ্ঞাপন নয়। সতেরো দলের বিরোধী বৈঠকে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির প্রতিনিধিত্ব না থাকায় প্রশ্ন ওঠে। শারদ পাওয়ার অবশ্য জানান, মার্গারেট জি সর্বসম্মত প্রার্থী। আগামী মঙ্গলবার তিনি মনোনয়ন দাখিল করবেন।