ভারত
থানায় না গিয়েই এবার পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ, কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(১ মাস আগে) ২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন
পুলিশ আইনের রক্ষক। তা সত্ত্বেও কখনও তোলাবাজি, কখনও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ বা কখনও লক আপের মধ্যে পুলিশের বিরুদ্ধে বন্দিকে মারধর করার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এজন্যই একটি নতুন কমিটি তৈরি করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাতা-কলমে এই কমিটির নাম, 'স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি'। এই কমিটিতে চারজন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- সাবেক বিচারপতি অসীম রায়, সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কমিটির মাথায় রয়েছেন সাবেক বিচারপতি অসীম রায়। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন যেকোনও সাধারণ মানুষ। থানায় যাওয়ার প্রয়োজন হবে না। নবান্নের তরফে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে বা তদন্তে গাফিলতি নিয়ে যদি কোনও গুরুতর অভিযোগ থাকে, তবেই তা জানানো যাবে এই কমিটির কাছে। খুনখারাবি বা ধর্ষণের মতো মামলায় যদি কেউ সুবিচার পাচ্ছেন না বলে মনে করেন, পুলিশি নিষ্ক্রিয়তা অনুভব করেন, তাহলে তারা আসতে পারেন এই কমিটির কাছে। পুলিশি কাস্টডিতে কোনও আপত্তিজনক আচরণের মুখোমুখি হলে, তাও খতিয়ে দেখবে কমিটি। জানা গেছে, রাজ্য মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলবে এই নতুন কমিটি। কোনও কেস পেলে, তা খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে তারা। তিন বছর মেয়াদ থাকবে এই কমিটির। এতদিন এই ধরনের কোনও কমিটি না থাকায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার হতো সাধারণ নাগরিকরা। কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক সময় নিয়ে থানা নিতে চায় না । এমনকি উল্টো অভিযোগকারীকে ভয়ও দেখানো হয়। আর তাতেই সমস্যায় পড়তে হয় অভিযোগকারীকে। তখন কলকাতা হাইকোর্ট অথবা নিম্ন আদালতের দ্বারস্থ হতে হয়। বর্তমানে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সাড়ে ৩ হাজার মামলা রয়েছে। এবার এই ধরনের কমিটি থাকার ফলে সুবিধা হবে নাগরিকদের।