ঢাকা, ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা আড়াই বছর পর ফিরলেন চান্ডিমাল

স্পোর্টস ডেস্কv
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ভারতের বিপক্ষে সিরিজের আগে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক নিয়োগ দিলো শ্রীলঙ্কা। ২০ ওভারের ফরমেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতও খেলতে নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। রোহিত শর্মা অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব উঠেছে তরুণ ব্যাটার সূর্যকুমার যাদবের হাতে। আসালাঙ্কাকে অধিনায়কত্ব দেওয়ার কথা নিশ্চিত করে ভারত সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী শনিবার। পরের দুটি ম্যাচ হবে রোববার ও মঙ্গলবার।
চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন হাসারাঙ্গা। গত বিশ্বকাপে তার অধিনায়কত্বে গ্রুপ পর্বই উতরাতে পারেনি লঙ্কানরা। হাসারাঙ্গার উত্তরসূরি হিসেবে আসালাঙ্কার নামই শোনা যাচ্ছিল বেশি। আইসিসির আচরণবিধি ভাঙায় বছরের শুরুতে বাংলাদেশ সফরের দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন হাসারাঙ্গা। তার অবর্তমানে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন আসালাঙ্কা। এছাড়া লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।
আসালাঙ্কার নেতৃত্বে এবারের লঙ্কা প্রিমিয়ার লীগ (এলপিএল) শিরোপা ঘরে তুলেছে জাফনা কিংস। আসরের শুরুর দিকে থিসারা পেরেরাকে সরিয়ে মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে দায়িত্ব দেয় জাফনা। আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ দিনেশ চান্ডিমালের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। এবারের এলপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলে ফিরলেন তিনি। ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে চান্ডিমাল ১৬৮.৮২ স্ট্রাইক রেটে করেন ২৮৭ রান। দলে ফিরেছেন কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দোও। জায়গা পাননি অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাদিরা সামারাবিক্রামা, ধনাঞ্জায়া ডি সিলভা ও দিলশান মাদুশাঙ্কা। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চামিন্দু বিক্রামাসিংহে। ২১ বছর বয়সী অলরাউন্ডার এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে ৮ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩১.৯১ স্ট্রাইক রেটে রান করেন ১৮৬।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status