অনলাইন
পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার 'দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে' প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
পলক বলেন, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেয়া হবে না। তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
স্যার,আসসলামুআলাইকুম। আমি আপনার একজন ভক্ত। এই অবন্থায় নেট বন্ধ করা ঠিক হয়নি। কারণ সারা দেশের ছাত্র সমাজ যেহেতু একমূখী্ আন্দোলনে অবস্থান নিয়েছে সেহেতু বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিল। দেশে প্রচন্ড গরম তাছাড়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ এর উপর আবার ইন্টার নেট নেই। ওরা তো আমাদেরই ছেলে-মেয়ে।
পলকের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হোক।
HA ETA KORBEN. ETAI SHAVABIK. APNADER KASE JONOGON ETAI CHAI. APNADER TOTTHO BAHIR HOYE GELE AVAR JAMELA HOYE JETE PARE,
এতে সমস্যার সমাধান হবে ? যারা ফ্রিল্যান্সার, বিদেশি কোম্পানির কাজ করে তারা সমস্যায় পড়বে না ? সারাদেশের সাথে তো বিদেশে যোগাযোগ বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের। এতে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হবে। তাই মাথা ঠাণ্ডা রেখে পদক্ষেপ নেওয়া সমীচীন।
Digital bangladeser Digital thief
পাকিস্তান আমলে যে ধরনের আচরণ পেত বাংলাদেশের জনগন, এখন নিজের দেশের সরকার থেকেও সেই রকম আচরন। দেশ স্বাধীন করার স্বার্থকতা কোথায় ?
আপনাদের সমস্যা আপনারা মোকাবেলা করবেন। কিন্তু জনগণের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে আপনাকে?
ছাত্ররা BTRC ঘেরাও করবে ।