ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

চীনের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১৬

মানবজমিন ডিজিটাল

(১০ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৪ অপরাহ্ন

mzamin

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগং-এ একটি শপিংমলে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম এখবর জানিয়েছে। সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া অনুসারে, বুধবার সন্ধ্যায় দক্ষিণ চীনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি শপিং সেন্টারে এই ঘটনা ঘটে। রোজকার মতো এদিনও সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই ১৪ তলার বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ার ঢেকে যায়। তার পরই বহুতলটির উপরের তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ৭৫ জনকে নিরাপদে বের করে আনা গেছে। কী কারণে আগুন লেগেছে বা আগুন লাগার সময় ভবনে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনটিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর, অফিস, রেস্তোরাঁ এবং একটি সিনেমা থিয়েটার রয়েছে। জিনহুয়া জানায়, রাত ৩টা পর্যন্ত উদ্ধারকাজ চালায় দমকলবাহিনী। প্রথমে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়। আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হন। পরে আরও দুজনের মৃত্যু হয়। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, বহুতলটিতে নির্মাণকাজ চলছিল। মনে করা হচ্ছে, সেখান থেকেই আগুন লেগেছে।

ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লি ওয়ানফেং বলেছেন, চীনে অগ্নিকাণ্ড একটি সমস্যার বিষয়। এই বছর ২০ মে পর্যন্ত  ৯৪৭টি অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯% বেশি। লি বলেন, হোটেল এবং রেস্তোরাঁর মতো পাবলিক প্লেসগুলোতে আগুনের সংখ্যা ৪০% বেড়েছে এবং সবচেয়ে সাধারণ কারণগুলি হল বৈদ্যুতিক বা গ্যাস লাইনে ত্রুটি এবং অসাবধানতা। জানুয়ারিতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত হয়। বেসমেন্টে অননুমোদিত ঢালাইয়ের কারণে এটি ঘটেছিল। ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলীয় শহর নানজিং-এর একটি আবাসিক ভবনে ইলেকট্রিক বাইক যুক্ত পার্কিং লটে আগুন লেগে আরও ১৫ জনের মৃত্যু হয়।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

পাঠকের মতামত

আধুনিকায়ন বহু নতুন সমস্যার জন্ম দিচ্ছে । আগেও অগ্নিকাণ্ড হত কাচা ঘর বাড়িতে । এসব বাড়ি এক তলা হওয়ায় উদ্ধার কাজ দরকার হত না। দৌড়ে ঘর থেকে বের হত মানুষ। বহুতল ভবনে উদ্ধার কাজ কঠিন, এ জন্য ও অনেক সময়ই মৃতের সংখ্যা বাড়ে

Kazi
১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status