অনলাইন
কাল সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১১ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪১ অপরাহ্ন

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এক দফা দাবিতে আগামীকাল সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক’ হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আজ বুধবার রাত আটটায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা সেই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।
তিনি বলেন, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
পাঠকের মতামত
জীবীকার তাগিদে হয়তো মিছিলে থাকতে পারবো না, তবে নৈতিক সমর্থন তো থাকবেই!
Good Decision.
কোটায় কাপছে গোটা দেশ, দুর্নীতিবাজদে সময় শেষ! মেধা পিছালো, কোটা এগুলো! বেনজির, মতিউর এরাই সেই হারামি গুলো। কোটা সুবিধা নিচ্ছে বেশ, দুর্নীতিবাজদের হাতে বাংলার অর্থনিতি শেষ। কোটা থাকবেনা, হবে শেষ, সুন্দর হবে বাংলাদেশ।
Rename some of the student halls of all universities after these dead students.
টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে সাধারণ জনগণ রুখে দাঁড়ান।
আমি এমন এক চাকরি করি, যদি আগামীকাল অফিসে না যায় তবে আমার চাকুরী চলে যাবে। এইক্ষেত্রে আন্দোলনকারীরা কি আমার পাশে দাড়াবেন?
কর্মসূচী সফল হোক
শুধুমাএ ছাত্র আর অভিভাবক কেন যারা চাকুরী প্রাথী তাদেরকে কেন বলা হচ্ছে না ।