ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ফেনীতে আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ২৫

ফেনী প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৪:২২ অপরাহ্ন

ফেনীতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় অন্তত ২৫ জন সাধারণ শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গিয়ে রেজাউল করিম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে শহরে জমায়েত হতে চেষ্টা করে। এ সময় বিভিন্ন পয়েন্টে প্রবেশের মুখে বাধা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহরের জিরো পয়েন্ট ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন তারা। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআই'র এক কর্মকর্তাকেও হেনস্তা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল শহরের বড় মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট দোয়েল চত্বর এলে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুর নেতৃত্বে নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এসময় শিক্ষার্থীদের ব্যানার টেনে-হিঁচড়ে কেড়ে নিয়ে লাঠি ও বাঁশ দিয়ে আন্দোলনকারী ছাত্র ও ছাত্রীদের বেধড়ক পেটায় ছাত্রলীগ। এসময় শিক্ষার্থীরা আশপাশের দোকানে ঢুকে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করলে সেখানেও হামলা করা হয়। এতে সাজ্জাদ, কামরান, জুঁইসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়।

কামরান নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতারা মারধর করে অনেক শিক্ষার্থীকে আটকে রেখেছে। তাদের হামলা থেকে নারী শিক্ষার্থীরাও বাদ যায়নি। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ হামলা চালালেও তারা নিশ্চুপ ছিলো।

ছাত্রলীগের সভাপতি তোফায়েল বলেন, 'সকাল থেকে শহরের বিভিন্নস্থানে ছাত্রলীগের তিন হাজারের মতো নেতা-কর্মী অবস্থান করছে।' শিক্ষার্থীদের মারধর ও আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'অনেকেই না বুঝে মিছিল করছে। কোটার নামে বিশৃঙ্খলাকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, জিরো পয়েন্টে কে কার ওপর কী জন্য হামলা করেছে আমরা এখনো তা স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা পুলিশ তথ্য সংগ্রহ করছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে সকালে শহরের ইসলাসপুর রোড, তাকিয়া রোড, বড় বাজারের গলিতে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল ও স্লোগান দিয়েছে ছাত্রদলের একাধিক গ্রুপ।

এদিকে এনএসআই'র কর্মকর্তাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক ফেনী কার্যালয়ে কর্মরত সাব ইনস্পেকটর পদমর্যদার এক কর্মকর্তা জানান, "তাদের অফিসের স্টাফ শাহাদাত হোসেন হেনস্থার শিকার হয়েছে।

অপরদিকে সকালে শহরের ইসলাসপুর রোড, তাকিয়া রোড, বড় বাজারের গলিতে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল ও স্লোগান দিয়েছে ছাত্রদলের একাধিক গ্রুপ।


 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status