প্রথম পাতা
অস্ত্রধারী সেই যুবক ঠিকাদার হাসান মোল্লা
স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের দিকে অস্ত্র উচিয়ে গুলি করা যুবকের পরিচয় মিলেছে। পিস্তল নিয়ে হামলায় অংশ নেয়া যুবকের নাম হাসান মোল্লা। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা আবু কাওসারের ভাগ্নে বলে জানা গেছে। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হাসান ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এখন গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করেছেন এমন তথ্যও জানিয়েছেন ওই নেত্রীর সহপাঠীরা।
উল্লেখ্য, আন্দোলনরত কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিস্তল উঁচিয়ে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবককে গুলি চালাতে দেখা গেছে। হামলার ছবি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার থেমে থেমে চলা এই হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়।
পাঠকের মতামত
সামনে আরও বড় ঠিকাদারীটা বরাদ্দ পেয়ে গেল।
কিছু মিডিয়ায় কেবল ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা করা হচ্ছে। কিন্তু দুই শ মানুষের প্রাণ ঝরে গেল, তার মূল্য তো অপরিসীম। কোনো ক্ষতিপূরণ দিয়ে সেটা তো পূরণ করা যাবে না। এ বিষয়ও মিডিয়ার বোঝা উচিত। একতরফা প্রচার মঙ্গলজনক নয়।
Thanks the reporter for discover.
গোপালী জাউড়া। এমূহুর্তে হয়তো ধরা যাবেনা তবে ও একসময় দেশ থেকে পালিয়ে যাবে। সবাই একটু খেয়াল রাখবেন।
জল্লাদলীগ
Government will accept student demand very soon.
অবৈধ অস্রনিয়ে কার উপর হামলা করলো সে? এটার কি বিচার হবে না? নাকি আওয়ামীলীগ করে বলে সাত খুন মাপ!
গায়ে যদি জয়বাংলা ট্যাক থাকে তাহলে সাত খুন মাফ। কি লজ্জা কি লজ্জা।
মানবজমিন এই স্টাফ প্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করবে আশাকরি।
ভদ্র ও সৎ ঠিকাদারের সনদ পাবে।
নিশ্চিত করে বলা যায় তার পদ-পদবী আর শত কোটি অর্থ যোগ কনফার্ম হয়ে গেলো
তাহলে সাত খুন মাফ.. কেউ কিছুই করতে পারবে না..কোন বিচারও আশা করা যাবে না
He looks like a thief.
তাকে কে গ্রেফতার করবে?
তাকে কে গ্রেফতার করবে?
আল্লাহ ছাত্রদের তুমি সাহায্য কর! তুমি সব সময় নির্যাতিতর পক্ষে!! অত্যাচারীদের সঠিক জ্ঞান দান কর অথবা কালো হাত ধ্বংস করে দাও!!
এই সকল কুলাঙ্গারের কারণে দেশের বর্তমান এই দূরাবস্থা
পুলিশ এখন কোথায়?? নিজে বাদী হয়ে মামলা করার দরকার পড়ে না??
আল্লাহ ছাত্রদের তুমি সাহায্য কর! তুমি সব সময় নির্যাতিতর পক্ষে!! অত্যাচারীদের সঠিক জ্ঞান দান কর অথবা কালো হাত ধ্বংস করে দাও!!
Allah save the student and gajob the hyon
কোপাকুপির ঠিকাদারি নিয়েছে, তাকে তো ব্যবসা চালিয়ে যেতে হবে।
Ara Amlik kore.....Tai konoi problem nei.
আল্লাহ ছাত্রদের তুমি সাহায্য কর! তুমি সব সময় নির্যাতিতর পক্ষে!! অত্যাচারীদের সঠিক জ্ঞান দান কর অথবা কালো হাত ধ্বংস করে দাও!!
গনপিটুনির পরিচয় থাকেনা।
গুলি চালানোর অনুমতি যে দিয়েছে ! তাকে সহ বিচারের মুখোমুখি করা হোক !!
এটা তদন্ত করতে পুলিশের অনেক সময় লাগবে।
তাকে এখনও গ্রেফতার করা হয় নি কেন? সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আল্লাহ ছাত্রদের তুমি সাহায্য কর! তুমি সব সময় নির্যাতিতর পক্ষে!! অত্যাচারীদের সঠিক জ্ঞান দান কর অথবা কালো হাত ধ্বংস করে দাও!!
অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হউক
another M.P. of future ?