ঢাকা, ১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

বুট-গ্লাভস দুই মার্টিনেজের, বল রদ্রিগেজের

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবারmzamin

আর্জেন্টিনাকে শিরোপা জেতালেন লাওতারো মার্টিনেজ। নিজে জিতলেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।  ৫ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্টিনেজ। আর এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠলো আসরের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার। আসর সেরা ফুটবলারের গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন রানার্সআপ কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ।
ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্টিনেজ ৫ ম্যাচে ৪ গোল করে এমনিতেই ছিলেন গোল্ডেন বুটের প্রধান দাবিদার। ফাইনালে আরো এক গোলের পর তার ধারেকাছেও ছিল না কেউ। পুরো টুর্নামেন্টেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। এর ফলে প্রথম কোনো মেজর টুর্নামেন্টে গোল্ডেন বুট জয় করলেন লাওতারো মার্টিনেজ। ৬ ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি গ্রুপপর্বের প্রতি ম্যাচে গোল করে তিনি ভাঙেন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনার রেকর্ড। এককালে গোল মিসের জন্য ব্যাপক সমালোচনার শিকার লাওতারো মার্টিনেজ যেন এই কোপায় নিজেকে অন্য রকম উচ্চতায় নিয়ে যেতেই মাঠে নেমেছিলেন। কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই গোলের শুরু। এরপর চিলির বিপক্ষে করেন গোল, ১-০ ব্যবধানে জয় পায় মেসিরা। পেরুর বিপক্ষে ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করে দলকে এনে দেন ২-০ গোলের জয়। আর সর্বশেষ ম্যাচে তো তার গোলে শিরোপাই জিতলো আর্জেন্টিনা। 
কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত খেলা উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়। আসরে ১ গোল ও ৬ অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস। ভেঙে দিয়েছেন মেসির এক আসরে পাঁচ অ্যাসিস্টের রেকর্ডটি। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে হামেসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না।
আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অবদান রাখা এমিলিয়ানো মার্টিনেজও যাননি খালি হাতে। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিরই মূল ম্যাচে বল জালে ঢুকতে দেননি তিনি। কোপার সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে তুলতে মার্টিনেজ ছয় ম্যাচে পাঁচটি ক্লিনশিট রেখেছেন। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে দুটি শুট রুখে দেন তিনি।
মার্টিনেজের পুরস্কারের পাল্লাটা বেশ ভারী।
২০২১ সালেও কোপায় সেরা গোলকিপারের তকমা নিজের করে নিয়েছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেরও সেরা গোলরক্ষক ছিলেন তিনি। সেরা গোলকিপারের পুরস্কার হাতে মার্টিনেজ বলেন, ‘সবাই ভেবেছিল বিশ্বকাপ জিতে আমরা শান্ত হয়ে যাবো। কিন্তু আমরা আবারও দেখিয়েছি কী ধরনের দল আমরা। এখন আমরা স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে চলেছি এবং আমাদের আরেকটি শিরোপা জেতার সুযোগ এসেছে। এটা দেখিয়েছি যে আমাদের আসলে সবকিছুই আছে।’ কলম্বিয়ার খেলোয়াড়দের প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘কলম্বিয়া অসাধারণ ম্যাচ খেলেছে। তাদের দল নিয়ে গর্ব করা উচিত।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status