ঢাকা, ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য অযৌক্তিক: গণসংহতি আন্দোলন

স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
নেতৃবৃন্দ বলেন, রোববার সরকার প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত। প্রধানমন্ত্রীর পদে বসে থেকে দেশের বিপুল অধিকাংশ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, এমনকি শিক্ষকদের আন্দোলন নিয়েও অবমাননামূলক উক্তি চরম নিন্দনীয়।

দেশে দুঃশাসন, অর্থনৈতিক দুরবস্থায় নাকাল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে  নানান খেলায় মত্ত। এমনকি মুক্তিযুদ্ধকে বাজি ধরে, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে খোদ মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার নোংরা খেলায় মেতেছে তারা।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ওপর পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক হামলায় প্রচণ্ড নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামধারী হেলমেট বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। এই ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আক্রমণ করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, মারাত্মক জখম করেছে।

নেতৃবৃন্দ বলেন, এই হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। যাদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতিমা, সদস্য সিমা আখতার, রেদওয়ানুল ইসলাম রনি, সায়মাসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। 
দেশবাসীকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন দানে আহ্বান জানান নেতৃবৃন্দ।
 

পাঠকের মতামত

সপ্তাহখানেক পরে সংবাদ সম্মেলন করলে ভালো হতো না? রাবিশের দল!

মো: মাহফুজুর রহমান চ
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৮:১৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status