ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মধ্যরাতে উত্তাল ঢাবি, ছাত্রলীগের বাধা উপেক্ষা করে টিএসসিতে হাজারো শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(৯ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

mzamin

কোটাবিরোধী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী।

রোববার রাত দশটার দিকে মহসীন হলের শিক্ষার্থীরা 'তুমি কে আমি কে? রাজাকার রাজাকার', 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'কোটা না মেধা? মেধা মেধা' বলে নিজ নিজ কক্ষ থেকে স্লোগান দিতে  দিতে  একপর্যায়ে হল থেকে বের হন। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা বের হতে থাকেন । বিজয় একাত্তর হল, স্যার এফ রহমান হলসহ আরও কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেয় ছাত্রলীগ।

বিজয় একাত্তর হলের গেট বন্ধ করে দেয় ওই হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। শিক্ষার্থীরা জোর করে ভিতরে ঢুকতে চাইলে তাদের ওপর বারবার আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই হলের পদপ্রত্যাশী নেতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোনাফ প্রান্ত। যদিও পরবর্তীতে শিক্ষার্থীরা হল গেট খুলে ভিতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রবল চাপে শেষ পর্যন্ত  একত্তরসহ সব হল থেকে বেরিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা।

রাত সাড়ে এগারোটার পর জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসিন হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিম উদদীন হলসহ সব হল ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা হলপাড়ায় মিছিল নিয়ে এসে সমবেত হন। এছাড়াও শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, এফএইচ হল, একুশে হল, রোকেয়া হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন টিএসসিতে। হাজারো শিক্ষার্থীর স্লোগানে প্রকম্পিত হচ্ছে টিএসসির  চারপাশ।

পাঠকের মতামত

সাম্য, সমধীকারের পক্ষের শক্তি সবসময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি, আর দেশদ্রোহী, বৈসম্যমুলক ব্যবস্তাপনার পক্ষেরে শক্তি রাজাকার।

sk Abdul Malek
১৫ জুলাই ২০২৪, সোমবার, ১২:৫০ অপরাহ্ন

দেশ তো আগেই ভাগ হয়ে আছে! সব সুযোগ সুবিধা মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি পাবে। রাজাকারের সন্তানরা কি চায়!

Harun Rashid
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

প্রকৃত রাজাকার তো তাঁরা যারা বৈষম্যের পক্ষে অবস্থা নেই, যারা মানুষের অধিকার হননে লিপ্ত, যারা নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিসর্জন দেয়।

AA
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:৫০ পূর্বাহ্ন

You are 100% right. I support to yoy.

Akash Roy Chowdhury
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:৪৭ পূর্বাহ্ন

অর্থহীন আন্দোলন। যারা পরনের কাপড় (ভোটাধিকার) খুলে নিছে, তাদের কাছে মাথার টুপি (কোটা বিরোধিতা) চেয়ে আন্দোলন।

Abusayeed Saifullah
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:০৮ পূর্বাহ্ন

আমরা সবাই রাজাকার রাজাকারের রাজত্বে। ..... তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। সকল কোটা নিপাত যাক।

কবির
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:০৬ পূর্বাহ্ন

পুলিশ নিরব না থেকে মুখ খোলার কারণে এই অবস্থা। ছাত্রদের দাবী নির্দিধায় মেনে নেয়া উচিত অন্যথায় পরিস্থিতি ঘোলা হতেই থাকবে বলে মনে হয়।

A R Sarker
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status