বাংলারজমিন
শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, রবিবারচাঁদপুরের শাহরাস্তিতে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পুকুরে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের শ্রীপুর মহল্লার পাথুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির আব্দুর রহিম (২৮) ও নাসরিন আক্তার (২৩) দম্পতির একমাত্র শিশুপুত্র আব্দুর রায়হানকে কোলে নিয়ে পার্শ্ববর্তী ফারুকের বাসায় ঘুরতে যান তার মা। সেখানে শিশুটিকে কোল থেকে নামিয়ে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সুযোগে শিশুটি মাকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী পুকুরে নেমে পড়ে। এদিকে কিছু সময় পর মা শিশুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে নাসরিন রায়হানকে পানিতে ভাসতে দেখেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।