অনলাইন
শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

আগামী শুক্রবার থেকে দেশজুড়ে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ শনিবার থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কমে যাবে। পরদিন ১৯ তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে পারে। মাস জুড়েই এ বৃষ্টি থাকবে।’
তবে আগামী ১০ দিন সিলেট এবং আশেপাশের এলাকায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হবে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, শুক্রবার ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।