ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আস্থাভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী

মানবজমিন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, শনিবার

পার্লামেন্টে আস্থাভোটে হেরে গেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। তার জোট সরকারের সবচেয়ে বড় দল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর শুক্রবার পার্লামেন্টে এই ভোট হয়। ফলে প্রধানমন্ত্রীকে এখন ১৯ মাস ক্ষমতায় থাকার পর  পদত্যাগ করতেই হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, পার্লামেন্টের  নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শুক্রবার এই ভোট হয়। ভোটের পর স্পিকার দেবরাজ গিমিরে ঘোষণা দিয়েছেন যে, প্রচণ্ডর পক্ষে শুধু ৬৩ ভোট পড়েছে। তার বিপক্ষে পড়েছে ১৯৪ ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন প্রধানমন্ত্রী প্রচণ্ড। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। ভোটের পর পার্লামেন্ট ভবন ত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময় সদস্যদের সঙ্গে করমর্দন করেন তিনি। এই পরাজয়ের ফলে তাকে এখন নতুন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দেবেন নতুন সরকার গঠনের জন্য। 

পুষ্প কমল দাহালের জোট সরকারের সবচেয়ে বড় মিত্র কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট লেলিনিস্ট) গত সপ্তাহে সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয়। তারা যোগ দেয় নেপালের সবচেয়ে বড় দল নেপালি কংগ্রেসের সঙ্গে। উদ্দেশ্য নতুন একটি জোট গঠন করা। এই নতুন জোট এরইমধ্যে ঘোষণা করেছে  যে, কমিউনিস্ট  পার্টির নেতা খাদগা প্রসাদ ওলি হবেন নতুন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রাজনৈতিক পার্টনার কমিউনিস্ট পার্টি অব নেপালের সঙ্গে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডর বড় কোনো সমস্যা বা মতপার্থক্য ছিল না। তা সত্ত্বেও তাদের জোট ভেঙে যায়। নেপালি কংগ্রেস ওলিকে প্রস্তাব দেয় নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status