ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

১৩৪ বছরের রেকর্ড ছুঁলেন অ্যাটকিনসন

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, শনিবার
mzamin

জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট বড় জয়ে রাঙালো ইংল্যান্ড। লর্ডস টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১১৪ রানে হারালো বেন স্টোকসরা। অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অভিষেক হওয়া গাস অ্যাটকিনসন দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ১২ উইকেট। শেষটাও দারুণ বোলিংয়ে রাঙালেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে এক উইকেট নেয়া ডানহাতি এই পেসার দ্বিতীয় দফায় ৩ উইকেট নিলেন ৩২ রান খরচায়। সব মিলিয়ে, ১৮৮ টেস্টের ৩৫০ ইনিংসে ৪০ হাজারের বেশি বল করে ৭০৪ উইকেট নিয়ে শেষ করলেন তিনি।
অ্যান্ডারসনের বিদায়ের বিষাদেই ইংল্যান্ডের জন্য নতুন আশার ঝিলিক হয়ে এলেন অ্যাটকিনসন। টেস্ট অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেয়া ইতিহাসের দ্বাদশ বোলার অ্যাটকিনসন। এই কীর্তি গড়া ইংল্যান্ডের চতুর্থ বোলার তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্টে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো ইংলিশ বোলার। তার সমান ১২ উইকেট নিতে পেরেছিলেন কেবল একজন, ১৮৯০ সালে ফ্রেড মার্টিন। জয়ের মঞ্চ ইংল্যান্ড গড়ে রেখেছিল আগের দিনই। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের গুটিয়ে দিতে বেশি সময় নেয়নি তারা। যার শুরুটা করেন অ্যান্ডারসন। দিনে নিজের দ্বিতীয় ওভারেই জশুয়া দা সিলভাকে কট বিহাইন্ড করে দেন তিনি। কয়েক ওভার পর আলজারি জোসেফকে ফিরিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন অ্যাটকিনসন। এই পেসার নিজের পরের ওভারে ভেঙে দেন শামার জোসেফের স্টাম্প। জেডেন সিলসকে নিয়ে গুডাকেশ মোটি চেষ্টা চালান কিছুক্ষণ। পরে সিলসকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন অ্যাটকিনসন। ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। ওই ম্যাচ দিয়ে শুরু হবে পেস বোলিং গ্রেট অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের নতুন পথচলা।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১২১ ও ১৪৭ (মোতি ৩১, অ্যাথানেজ ২২, হোল্ডার ২০, লুইস ১৪; অ্যান্ডারসন ৩/৩১, অ্যাটকিনসন ৫/৬১, স্টোকস ২/২৫)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭১ (ক্রলি ৭৪, স্মিথ ৭০, রুট ৬৮, পোপ ৫৭, ব্রুক ৫০ , সিলস ৪/৭৭, মোতি ২/৪১, হোল্ডার ২/৫৮)। 
ফল: ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয়ী।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status