বাংলারজমিন
পলাশবাড়ীতে ফেনসিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেপ্তার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, শনিবার
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন (পিপিএম)-এর নির্দেশে পলাশবাড়ী থানা এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নির্দেশে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ ও ২শ’ বোতল ফেনসিডিলসহ মমিন মিয়া (২৯) ও রাকিব (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মমিন মিয়া রংপুর কোতোয়ালি থানা এলাকার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে ও রাকিব ইসলাম একই এলাকার রেজাউল করিমের ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।