অনলাইন
ড্রাইভারকে দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন: জনপ্রশাসনমন্ত্রী
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে ফাঁস হওয়া প্রশ্নে কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তবে আগে বিষয়টি প্রমাণিত হতে হবে, আদৌ এটি সঠিক কি না। ড্রাইভার প্রসঙ্গে তিনি বলেন, এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার এ কথা বলছেন, তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস করেছেন। তার ফাঁস করা প্রশ্নে ক্যাডার সার্ভিসে কারা নিয়োগ পেয়েছেন সেটাও তিনি জানিয়েছেন। যারা এভাবে নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব চিন্তা-ভাবনা থেকে কাজ করবে। সংসদে তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা ব্যবস্থা নেবেন বলে এরই মধ্যে চেয়ারম্যান সাহেব বলেছেন। বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং তার জন্য প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, এটি খুবই শক্তভাবে সরকার দেখছে। সিআইডি বিষয়টির ওপর স্পেশাল ফোকাস দিয়েছে।
সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে। পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কি না- তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।’
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তবে আগে বিষয়টি প্রমাণিত হতে হবে, আদৌ এটি সঠিক কি না। এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার এ কথা বলছেন, তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন। আসলে এখানে কী হয়েছে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে যে সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে।
ফরহাদ হোসেন বলেন, সে (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। সে তো একটি দলের হয়ে কাজ করছে, সরকারের ইমেজ নষ্ট করার জন্য। অনেকদিন আগে সে কাজের কারণে চাকরিচ্যুত হয়েছে।
আবেদ আলীর বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী আরও বলেন, সে একটি দলের হয়ে, যারা মাঠে সরকার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে সে স্লোগান দিচ্ছে। আসলে সে কোনো এজেন্ডা নিয়ে কথা বলছে, সেটি একটি বিষয়। তবে তার কথা সত্য না মিথ্যা সেটি সরকারের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে অনুসন্ধান চলছে।
পাঠকের মতামত
hahaha hoo ho hoooo he is going mad, some one stop him
মন্ত্রীর কথায় হাসবো না কাদবো বুঝতে পারছিনা। হাসি পায় এই কারনে, তারা দেশের জনগনকে অনেক বোকা ভাবে যা মনেচায় তাই বলে, কারন তারাতো জনগনের ভোটে নির্বাচীত নয়। আর কান্না পায় এই কারনে, এমন উডভট মন্ত্রীদের হাতে বাংলাদেশ এবং দেশের জনগন, অনেকটা শেয়ালের হাতে মুরগী রাহুলী দেওয়ার মত।
বাংলাদেশ দূর্নীতিকে উৎসাহ দেয় , তদন্তের নামে তদন্ত কর্মকর্তা একশো বার সময় নেয়, বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় নেওয়া অর্থ বিচারহীনতা।
মন্ত্রী মহোদয় 'অন্য দল' কথাটা বলেছেন তদন্তকারীদের উদ্দেশ্যে, অর্থাৎ যদি এই ঘটনায় জড়িতদের মধ্যে কেউ লীগের হয়, তার নাম যেন তদন্ত রিপোর্টে না থাকে। তবে জনগণ জানে যে ক্ষমতায় থাকতে বাংলাদেশের সব পার্টিই অনৈতিক কাজে লিপ্ত হয়।
ড্রাইভার অন্য দলের শ্লোগান দিচ্ছে, মন্ত্রীর এমন বয়ান মিথ্যা বানোয়াট। মন্ত্রীদের উচিৎ সঠিক তথ্য জেনে কথা বলা। এই ড্রাইভার আওয়ামী লীগার হিসেবে উপজেলা নির্বাচন করেছে ডগার থেকে। তার পোষ্টারে প্রধানমন্ত্রীর ছবি। তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের ত্রান সম্পাদক ছিলো, সম্প্রতি প্রশ্নকান্ডে বহিষ্কার করা হলো। ওলামা দলের সম্পাদক এডভোকেট আবুল হোসেনের চেহারার সাথে ড্রাইভারের দাঁড়িটুপির কিছুটা মিল থাকায় ওলামা দলের সেক্রেটারীকে ড্রাইভার বানিয়ে মন্ত্রী রাজনৈতিক হীন মানসিকতা চরিতার্থ করার অপচেষ্টা করেছেন।
এতো পুঠি মাছের গল্প, রই- কাতলাদের কি অবস্থা?
অপরাধী যে দলেরই স্লোগান দিক না কেন, সে অপরাধী। জনাব মন্ত্রী, আপনি ও আপনারা শপথ বাক্য পাঠ করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন! সুতরাং সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে প্রতিটি অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন দ্রুতই। অপ্রাসঙ্গিক, মিথ্যা, ছলচাতুরী, প্রতিপক্ষকে ঘায়েল করতে নিকৃষ্ট পর্যায়ের কাজ ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে বরং সঠিক মানদণ্ডে আসুন।
পানি এত কেনো ঘোলা করছেন, একজন গাড়ির ড্রাইভার কিভাবে প্রশ্ন পায় সেখানে হাত দেন।
They cannot take necessary action. Because all Govt Department fully corruption.
La la la re....
জনপ্রশাসন মন্ত্রীমহোদয়ের আইনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ আমাকে কৌতুহলী করে তুলেছে।ভাবখানা এই যেন জীবনে কোনোদিন তিনি আইন অমান্য করেননি।অতি ভক্তি চোরের লক্ষন বলে একটা কথা আছে,মাননীয় মন্ত্রী যেন সেটা না ভুলে যায়।ড্রাইভার আবেদ আলীর স্থাবর সম্পত্তি একটি বড় প্রমান।দুদুক তদন্তে আয় বর্হিভুত সম্পদের খোঁজ পেয়েছে।আবেদ আলী কোন রাজনৈতিক দলের শ্লোগান দিল সেটা বড় কথা নয়।মুল কথা সে দুর্নীতিবাজ কিনা সেটা প্রমান করা।সাবজুডিস ব্যাপারে অগ্রীম কথাবলা অনুচিত এটা মন্ত্রীমহোদয় নিশ্চই আমার চাইতে ভাল বোঝেন।একটা ব্যাপারে লক্ষ্য করা যাচ্ছে সরকারি দুর্নীতিবাজ কোন আমলা ধরা পড়লে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রী অভিযুক্তদের স্বপক্ষে অগ্রীম অনেক কথা বলে থাকেন যা সত্যি দুখঃজনক।
গাড়ি চালক প্রশ্নপত্র লিখেন না, জমা রাখেন না, হেফাজত রাখেন না, কন্ট্রোল করেন না, ছাপান না। ওই দায়িত্ব তার নয় তারপরও যদি গাড়ি চালক দ্বারা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে বুঝতে হবে তার পিছনে অনেক বড় লাঘব বোয়াল আছে। তাহাকে রক্ষা করার জন্য শুধুমাত্র গাড়ি চালককে বলি বানানো হচ্ছে। ফাঁস কৃত প্রশ্নপত্র দ্বারা উত্তীর্ণ হওয়া চোরা স্যারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
মানুষ কে তারা কি পরিমাণ বেকুব ভাবে তারই বহিপ্রকাশ।
কি হাস্যকর! মন্ত্রী ফালতূ কথা বলছেন। ড্রাইভারেরা অন্য দলের লোক। গত ১৫ বছরে প্রায় সব চাকুরি তার লোকেরাই লোকেরাই পেয়েছে কারন আবেদ আলী ড্রাইভারেরা সব তার দলের। আর সেও তো ডামি দলের লোক। পাবলিকরে সে বেকুব ঠাউরাচ্ছে
আমরা বিচারহীনতা চাইনা। দয়া করে দেশ থেকে দূর্নীতি নির্মুল করুন। চোর ডাকাতরা ঘুষ দিয়ে বড়ো বড়ো পোস্টে চাকুরী নিয়ে প্রত্যেকটা সেক্টরে দূর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছে।
আপনি নিজেই কোটা মন্ত্রী হয়েছেন তাই আবোলতাবোল বলতেই পারেন
জনাব, ফরহাদ সাহেবের ও সম্পদের হিসাব নেওয়া হোক। এছাড়া, পিএসসি’র চেয়ারম্যান সহ সবার হিসাব নেওয়ার অনুরোধ করছি।
Manonio montri ,eaishob rajnoitik boktobbo dia eai dhoroner durniti theke apnader proshshon jonogoner bibek bisleshon theke dai mukti pabenna....
উনার কথার মধ্যে এলোমেলো লখ্য করা যায়
মন্ত্রী আবেদ আলীর ছেলে কে ছাত্র লীগ বহিষ্কার করল কেনো?