ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

‘অসুস্থ মেয়ের জন্য চীন সফর সংক্ষেপ করে ফিরছেন প্রধানমন্ত্রী’

কূটনৈতিক রিপোর্টার

(৪ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

mzamin

বেইজিং সফর সংক্ষেপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ নিয়ে খবর প্রচারের পর বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল। কিন্তু অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেয়ার জন্য তিনি (প্রধানমন্ত্রী) নির্ধারিত সময়ের একটু আগেই (বুধবার রাত ১০টায়) ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। মন্ত্রীর দাবি এতে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আনুষ্ঠানিক কর্মসূচির কোন হেরফের হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয় বরং ওনার এখানে (বেইজিং) রাত যাপন করার কথা ছিল। সেটা না করে মা হিসেবে তিনি অসুস্থ মেয়েকে সময় দেয়ার জন্য চলে যাচ্ছেন।’ 

উল্লেখ্য, সফরসঙ্গীদের বরাতে মানবজমিন জানতে পারে ৮ই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়, সে অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার রাত ১০টায় বিমান উড্ডয়নের ক্লিয়ারেন্স পাওয়াসহ অন্য প্রস্তুতি সম্পন্ন হয়।  পরিবর্তিত সূচি মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় আজ (বুধবার) মধ্যরাতে ঢাকায় পৌঁছাবে। স্মরণ করা যায়, বুধবার দিনের শুরুতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২১টি দলিল সই এবং ৭টি প্রকল্প ঘোষণা করা হয়। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status