খেলা
রোনালদোর ইউরো ক্যারিয়ার শেষ করে সেমিতে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ৬ জুলাই ২০২৪, শনিবার, ৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

আগেই নিশ্চিত করেছিলেন এটাই ক্যারিয়ারের শেষ ইউরো। শেষটা রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার দল পর্তুগালের এবারের ইউরোতে পথচলা শেষ হলো কোয়ার্টার ফাইনালেই। টাইব্রেকারে তাদের হারিয়ে সেমিফাইনালে উঠলো ফ্রান্স।
আজ ইউরোতে সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও গোল শূন্য ছিল। এরপর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় ফরাসিরা। ফ্রান্স টানা ৫ শটে গোল করায় শেষ শট নেওয়ার সুযোগই পায়নি পর্তুগাল।
টাইব্রেকারে প্রথম ২ শটে দুই দলই গোল করে। তবে তৃতীয় শটে পর্তুগালের জোয়াও ফিলিক্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রয়োজন ছিল পর্তুগিজ গোলরক্ষকের অন্তত একটি সেভ করা। কিন্তু আগের ম্যাচে টানা ৩ সেভ দেওয়া দিয়েগো কস্তা আজ একটাও সেভ করতে পারেননি। টানা ৫ শটে গোল করে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ফরাসিরা।
পাঠকের মতামত
হেডিং দেখেই বুঝা যায় , রিপোর্টার মেসির সমর্থক? বর্তমানে রোনালদোর বয়স ৩৯ , স্বাভাবিক কারনেই এটা ওর শেষ ইউরোপিয়ান কাপ।