ঢাকা, ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কর কর্মকর্তা ফয়সালের শাস্তি, বগুড়ায় বদলি

স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তা ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। এনবিআরে মাহমুদ ফয়সালের প্রথম সচিব পদে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। গতকাল এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর প্রশাসনের প্রথম সচিব মো. শহিদুজ্জামানের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 
কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির মাধ্যমে বিপুল ধন-সম্পদ, টাকা-পয়সার মালিক হওয়ার খবর কয়েকদিন ধরে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার এই বিপুল অর্থবিত্তের খবর প্রকাশ পায়। একজন মধ্যম পর্যায়ের কর্মকর্তা হয়েও কীভাবে এত ধন-সম্পদের মালিক হলেন, এ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটেই আবু মাহমুদ ফয়সালকে নিজ পদ থেকে সরানো হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে। এর আগে ছাগলকাণ্ডে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ব্যাপক দুর্নীতির ঘটনাও বের হয়ে আসে। পরে এনবিআর তাকেও পদ থেকে সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

এত কিছু করার করার পরেও চাকরি যাই নাই। হায় বাংলাদেশ, মনে হয় মুক্তি গোটা!

Towfiq uddin Ahmed
১ জুলাই ২০২৪, সোমবার, ১:০৪ অপরাহ্ন

বদলী করার কি দরকার পড়লো। বরং এদের নিয়ে দূঃনীতি শিল্পের উন্নয়নে পৃথক অধিদপ্তর খুলে সেটি চালাতে দিলেই হতো। দূঃনীতিগ্রস্থগন বা দূঃনীতি করতে আগ্রহীগন সঠিক পথ নির্দেশনা পেয়ে জীবন ধন্য করতো।

মোহাম্মদ হারুন আল রশ
১ জুলাই ২০২৪, সোমবার, ১০:১৬ পূর্বাহ্ন

ফয়সালের একি ফয়সালা!!! এতো কিছুর পরেও ফয়সালের চাকুরি কি ভাবে আছে সেটাই বোধগম্য নয়। ফয়সাল তোমাদের জন্যই দেশটা স্বাধীন হয়েছে। ফয়সালদে স্লোগান "ঘুষ দে নইলে দেশটা খাব"

হাবিব মোল্লা
১ জুলাই ২০২৪, সোমবার, ৮:৪৯ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status