ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা তৈরি করে ফেললো ভারতীয় নৌসেনা

মানবজমিন ডিজিটাল
২ জুলাই ২০২৪, মঙ্গলবার

ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশের নৌবাহিনী এমন এক বোমা তৈরি করে ফেললো যা  সাধারণ টিএনটি (ট্রিনিট্রোটোলুইন)-র থেকে ২ গুণ বেশি শক্তিশালী, আরও বেশি প্রাণঘাতী । সোলার ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি এই উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকটির নাম দেয়া হয়েছে ‘সেবএক্স ২’। এটি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন-পারমাণবিক বিস্ফোরকগুলির মধ্যে একটি। এটি তৈরি করেছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড। আর এই বোমটির সমস্ত পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনার ডিফেন্স এক্সপোর্ট প্রোমোশন স্কিম। তাদের রিপোর্টই বলছে, বর্তমানে ভারতের হাতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক যে বোমাটি রয়েছে তা টিএনটি-র তুলনায় দেড়গুণ বেশি ভয়ানক। আর সবচেয়ে ব্যবহৃত বিস্ফোরকটি ১.৩০ গুণ বেশি শক্তিশালী। কিন্তু এই নতুন বিস্ফোরকটি বাকিদেরও ক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। সূত্রের খবর, এই ধরনের আরও একটি শক্তিশালী বোমা তৈরির কাজ ইতিমধ্যেই করছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড।

বিজ্ঞাপন
সেটি নাকি ‘সেবএক্স ২’-র থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন হবে। ২০২৫ সালের আগেই তা তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এরিয়াল বোমা, আর্টিলারি শেল এবং  অন্যান্য যুদ্ধাস্ত্রের পাশাপাশি এই নতুন বোমা ভারতের রণসম্ভারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী কর্মকর্তারা। সম্প্রতি ডিআরডিও  ‘রুদ্রম ২’ মিসাইলের সফল পরীক্ষা করেছে, যা এক নিমিশে ধ্বংস করতে পারে শত্রু দেশের রাডার। অ্যান্টি র‍্যাডিয়েশন সুপারসনিক এই মিসাইল সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তাতেই সাফল্য পেয়েছে ভারত। ডিআরডিও’র তরফে জানানো হয়েছে, আকাশ থেকে নিক্ষেপ করা এই মিসাইল নানা দিক থেকে শত্রুঘাঁটির একাধিক সিস্টেমকে নিমিশে তছনছ করে দিতে পারে। ১০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে এর, শত্রুপক্ষের রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার থেকে সংকেতও নিতে পারে এই মিসাইল।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status