ঢাকা, ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

ভারত

ছেলের বিয়ের আগে গরিবদের গণবিবাহ দেবেন মুকেশ-নীতা আম্বানি

মানবজমিন ডিজিটাল

(১১ মাস আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৯ অপরাহ্ন

mzamin

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপার্সন এবং এমডি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরণে মার্চেন্টের কন্যা রাধিকা। আগামী ১২ জুলাই শুভ পরিণয়। এর আগে জামনগরে বসেছিল জমজমাট প্রাক-বিবাহ অনুষ্ঠান। আরও একবার হতে চলেছ অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান। তারই অংশ হিসাবে অনন্য পদক্ষেপ নিলেন মুকেশ এবং নীতা আম্বানি।  সমাজের দরিদ্র শ্রেণীর যুবক-যুবতীর গণবিবাহের আয়োজন করলেন তারা। ২ জুলাই বিকেল সারে ৪টা থেকে এই বিবাহ আসর বসবে পালগড়ের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে। ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে ছোট ছেলের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র মহাদেবকে উৎসর্গ করে এসেছেন মুকেশ-পত্নী নীতা। জোর কদমে চলছে নিমন্ত্রণের পালা। সাধারণত বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র ঈশ্বরের কাছেই নিবেদন করে আম্বানি পরিবার। সেই পথে হেঁটেই কাশী বিশ্বনাথের দরবারে পৌঁছায় ভারতের সবচেয়ে ধনী পরিবার৷ ১০ বছর পর শহরে এলেন নীতা৷ বরাণসীর উন্নতি দেখে তিনি আপ্লুত৷ শহরের পরিচ্ছন্নতা, নমো ঘাট, সৌর শক্তির ব্যবস্থা, কাশী বিশ্বনাথ প্রঙ্গণ, সব দেখে খুশি মুকেশ-জায়া৷ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণের বক্স।

ইতোমধ্যেই বেশ কিছু রাজনৈতিক নেতা ও বলিউডের তারকার কাছেও পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। লাল রঙের বাক্সের মধ্যে রয়েছে রুপোর একটি ছোট্ট মন্দির। তার চারদিকে রয়েছে চারটি সোনালী মূর্তি। বাক্সটি খুললেই বাজছে একটি মনোমুগ্ধকর মিউজিক। সেই মন্দিরের চারদিকে রয়েছে গণেশ, রাধা কৃষ্ণ, দুর্গা ও লক্ষ্মীর মূর্তি। অনন্ত এবং রাধিকার বিয়ের আমন্ত্রণপত্রে রয়েছে উপহার। একটি থলিতে রয়েছে অতিথিদের জন্য কাশ্মীর থেকে আনা একটি পশমিনা শাল।  যাতে  'AR' নামের আদ্যক্ষর-সহ  এমব্রয়ডারি করা রয়েছে ।  হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। ১২ জুলাই তারা বিয়ে করবেন আর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ। তিনদিন ব্যাপী চলবে বিয়ের পর্ব।

সূত্র : দা হিন্দু

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status