ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

স্টাফ রিপোর্টার
২৮ জুন ২০২৪, শুক্রবারmzamin

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে পত্র-পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান দুদকে এ আবেদন করেন। 
দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সচেতন নাগরিক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ১৬ই জুন দৈনিক মানবজমিন পত্রিকায় “মিয়া সাহেবের যত সম্পদ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত ২০শে জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত শিরোনাম “এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ” এবং ২১শে জুন দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত শিরোনাম “আছাদুজ্জামানের কত সম্পদ?” প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। যাহা দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উক্ত বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।  
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status