ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বিএনপি’র উপদেষ্টামণ্ডলীতে নতুন ৩ মুখ

স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৪, মঙ্গলবার

আরও তিন জনকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে মনোনীত করেছে বিএনপি। নতুন তিন জন হলেন- সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম। এ ছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ই জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করেছে দলটি। গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

গত ১৫ই জুন ১০ জনকে উপদেষ্টা কাউন্সিলে সদস্য করে নিয়েছিল দলটি। সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরীকে তখন উপদেষ্টা করা হয়।

২০১৬ সালের ১৯শে মার্চ বিএনপি’র ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়। এ ছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ই জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করে বিএনপি। ওইদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১০ সদস্যের ‘চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটি’ এবং ১৮ সদস্যের ‘স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটি’ গঠিত হয়।

‘এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে নতুন যুক্তরা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা), এনামুল হক চৌধুরী, এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।
গত ১৫ই ?জুন ১৮ সদস্যের ‘স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্যরা হলেন: শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, এডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জেবা খান, এডভোকেট নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম (ইউকে) এবং মো. ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)। ১৭ জন নতুন যুক্ত হওয়ায় ‘স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
 

পাঠকের মতামত

মানবজমিন পত্রিকা মন্তব্য দেওয়ার জন্য মানুষকে আমন্ত্রণ জানায়। কিন্তু মন্তব্য দেওয়ার পর সেই মন্তব্য ছাপা হয়না। রহস্য কি ???

Md. sharifunnabi
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৯:১১ অপরাহ্ন

BNP নামক দলটির এসব নেতা-বদলের নাটক আর কত যুগ যুগ চলবে জাতি জানতে চায়। এখানে তৈমুর আলম কিংবা শওকত মাহমুদের মতো সৎ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন হয়না। এখানে মূল্যায়ন হয় আন্দোলনের সময় ভারতে লুকিয়ে থাকা টুকুদের মতো স্বার্থপর নেতাদের। এই দল এখন চতুর্থ লিঙ্গের রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

Md. sharifunnabi
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status