ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ অভিযুক্ত জেনারেল গ্রেপ্তার

মানবজমিন ডেস্ক
২৮ জুন ২০২৪, শুক্রবারmzamin

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একটি অংশ। এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এক জেনারেলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয় বলে জানিয়েছে অনলাইন বিবিসি। অভ্যুত্থান চেষ্টায় বিদ্রোহী সামরিক বাহিনীর একটি অংশ সাঁজোয়া যান নিয়ে মুরিলো স্কয়ারে অবস্থান নেয়। ওই স্কয়ারে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন বাসভবন রয়েছে। পরে অভ্যুত্থানকে প্রতিহত করতে তৎপর হয় দেশটির পুলিশ বাহিনী। তারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত এক জেনারেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জেনারেলের নাম জুয়ান হোসে জুনিগা। তিনি বলিভিয়ার গণতন্ত্র পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন
দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সকে সম্মান করলেও বলিভিয়ার সরকারে পরিবর্তনের চেষ্টা করেছিলেন ওই  জেনারেল। তার নির্দেশে বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি বাসভবনের সামনে সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয়  সেনাবাহিনীর একটি অংশ। তবে এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।

অভ্যুত্থান চেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট আর্স। তিনি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমরা বলিভিয়ার জীবন কেড়ে নেয়ার জন্য আবারো অভ্যুত্থানের প্রচেষ্টার অনুমতি দিতে পারি না। নিজ বাসভবনে একটি টেলিভিশনে জনগণকে উদ্দেশ্য করে এসব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। তার ভাষণের পর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসে। প্রেসিডেন্ট নতুন করে সামরিক প্রধান নিয়োগের কথা জানিয়েছেন। এর আগে বলিভিয়ার সাবেক নেতা ইভো মোরালেসের প্রকাশ্যে সমালোচনার প্রেক্ষিতে জেনারেল জুনিগাকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন ওই জেনারেল। সাবেক নেতা মোরালেসও এই অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। জেনারেল জুনিগা এবং তার সমর্থকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার আহ্বানও জানান দেশটির সাবেক ওই নেতা। এরইমধ্যে পাবলিক প্রসিকিউটর অফিস ফৌজদারি অপরাধের তদন্ত শুরু করেছে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status