ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

তিন উইকেট পড়ার পরই সেমির ভাবনা থেকে সরে ‘আসি আমরা’

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, বুধবারmzamin

গতকাল শেষ হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো আসরেই ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন তবে বোলাররা ভালো করেছেন। যদিও এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ৩ জয় পেয়েছে বাংলাদেশ। তবে সুপার এইটে হেরেছে সব ম্যাচ। বিশেষ করে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ১১৫ রানও তাড়া করতে পারেনি তারা। সবমিলিয়ে ব্যাটারদের নিয়ে আক্ষেপ করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে বোলারদের নিয়ে সন্তুষ্টি ঝরে তার কণ্ঠে।

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন 
পুরো টুর্নামেন্ট বলবো যে, প্রথমেই আমি বলতে চাই আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের হতাশ করেছি, যারা আমাদের সবসময় সমর্থন করেন তাদের হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা দেশের মানুষকে কিছু দিতে পারিনি। এজন্য আমরা সরি।

বিজ্ঞাপন
সামনে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে কীভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। বোলাররা দারুণ বল করেছে। রিশাদ এমন বড় টুর্নামেন্টে প্রায় সবগুলা ম্যাচে ভালো করেছে। বেশকিছু ইতিবাচক দিকও ছিল। ব্যাটিং গ্রুপটা আমরা পুরো দেশের মানুষকে হতাশ করেছি, বলতে গেলে কষ্ট দিয়েছি। চেষ্টার কমতি ছিল না, সবাই সবার প্রতি সৎ ছিল সবাই ১০০% দিয়েছে এটাও বলতে চাই আমি। ফলে এটার জন্য টিমের পক্ষ থেকে সরি।

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য ছিল কিনা- 
আসলে আমার মনে হয় আমরা সবার আগে ম্যাচটা জিততে চেয়েছিলাম এটা আমাদের প্রথম চিন্তা ছিল। যখন দেখলাম ১১৫ রান হয়েছে তখন আমাদের প্ল্যান ছিল ১২.১ ওভারের মধ্যে রান তাড়া করে আমাদের জিততে হবে। তবে ব্যাটিং গ্রুপ অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল বোলিংয়ে পরিকল্পনা 
আমাদের প্ল্যান ছিল শুরুতে উইকেট নেয়া। তবে শুরুতে গুরবাজ এবং ইবরাহিম অনেক ভালো ব্যাট করেছে। মাঝে বোলাররা দারুণ করেছে। আমরা খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে ব্যাটিং গ্রুপ বেশকিছু বাজে সিদ্ধান্ত নিয়েছে যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। 

হারটা কতোটা হতাশার 
অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবার পরিকল্পনা ছিল এই ম্যাচটা আমরা জিতবো। এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে চান্সটা আমরা নেবো, যেটা আমাদের হাতে ছিল। আমরা তা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপটাই আমরা অনেক বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি। 

ভারত ম্যাচের একাদশ 
ভারতের সঙ্গে যে ম্যাচটা আমরা খেলেছি সেখানে সবাই সবার ১০০% দিয়েছি। সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ মেহেদীকে আমরা খেলিয়েছি একটা স্পিনার বেশি খেলিয়েছি। সে ভালো বল করেছে। ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে যদি আরেকটু বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আরেকটু আজকের দৃশ্যপট আরেকটু ভিন্ন হতো। ওইদিনও আমরা ব্যাটিংটা ঠিকমতো কাজে লাগাতে পেরেছি। 

বারবার বৃষ্টি, অতিরিক্ত ডট বল ব্যবধান গড়েছে কিনা  
দেখেন আসলে প্ল্যানটা এরকম ছিল আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করবো। আমাদের প্ল্যান ছিল যদি শুরুতে উইকেট না পড়ে আমরা সুযোগটা নেবো। যখন আমাদের ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের প্ল্যানটা ভিন্ন ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিতবো। এরপর আমি বলবো মিডল অর্ডাররা ভালো সিদ্ধান্ত নেয়নি। 

হৃদয়কে পরে নামানো 
ব্যাটিং অর্ডার নিয়ে আজকে মিক্স আপ করা হয়েছে। এটার কারণ হলো আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম। লিটন এক পাশে ব্যাট করছিল, ওদের বোলিংয়ে অনেক ভ্যারিয়েশন ছিল। ফলে সেজন্য রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করা হচ্ছিলো এবং এটা সবাই জানতো। 

টুর্নামেন্ট থেকে কী কী ইতিবাচক নিলেন 
টুর্নামেন্ট জুড়ে বোলিং ইউনিট দারুণ করেছে। রিশাদ দারুণ করেছে। তানজিম সাকিব ভালো করেছে। বোলাররা দারুণ করেছে, যা আমি মনে করি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। ফিল্ডিং গ্রুপ হিসেবেও আমরা ভালো করেছি। ফলে এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে যা সামনের দিনে আমরা নিয়ে যেতে পারি।

পাঠকের মতামত

বীরের দেশ না-কি বাংলাদেশ ও ভাই কইরে সেই বীর?.....................

omar faruk
২৬ জুন ২০২৪, বুধবার, ১:৪০ অপরাহ্ন

Yes,prothom dik e batterra jokhon Valo korchilo tokhon Bangladesh k e support korchilam. But 12 overer por jokhon dekhi Bangladesh jitle o semi te jabena Australia jabe,tokhon Afganisthaner joy chaichi Allahor nikot.

Md Abul Basher
২৬ জুন ২০২৪, বুধবার, ১১:৪৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status