ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

রশিদের চোখে যেখানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, বুধবারmzamin

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। গতকাল মাত্র ১১৫ রান ডিফেন্ড করে তারা। ২০১৪ সালে প্রথমবার এই সংস্করণে বিশ্বকাপ খেলে আফগানরা। অথচ সেই ২০০৭ থেকে অংশ নিলেও এখনো সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তাহলে দুই দলের পার্থক্য কোথায়, যে কারণে আফগানরা এত দ্রুত সাফল্য পেলো কিন্তু বাংলাদেশ পেলো না।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী ‘হিটার’ আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো।’ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন রশিদ। তিনি বলেন, ‘সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না।

বিজ্ঞাপন
বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দু’টি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান। যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এ ছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।’ আগামীকাল সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আফগানিস্তান। ত্রিনিদাদে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

পাঠকের মতামত

মনমুগ্ধকর মন্তব্য রশিদ খানের পক্ষ থেকে শুনে অনেক কষ্ট হালকা হয়ে গেছে ধন্যবাদ জানাই রশিদ খানকে কংগ্রাচুলেশন আফগানিস্তান ক্রিকেট টি সত্যিই তোমরা অসাধারণ খেলেছো তোমাদের পরিবর্তন বিচ্ছমানের বিশ্বমানের খেলা খেলেই তোমরা আজ সেমি ফাইনালে গিয়েছো আরও এগিয়ে যাও সমর্থনে সাপোর্ট থাকলো

Nijam uddin
২৬ জুন ২০২৪, বুধবার, ১২:১৮ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status