ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

পর্তুগালের সঙ্গে অঘটনের অপেক্ষায় জর্জিয়া হারলে বাদ পড়তে পারে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, বুধবারmzamin

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘এফ’ গ্রুপের জর্জিয়া ও পর্তুগাল। জর্জিয়াকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে অঘটন ঘটাতে হবে। একই ম্যাচের দিকে চোখ থাকবে গ্রুপের অপর দুই দল চেক রিপাবলিক ও তুরস্কেরও। তুরস্ক চেকিয়দের সঙ্গে ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, অন্যদিকে হারলে জর্জিয়া-পর্তুগাল ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এরমধ্যেই এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে গ্রুপ ই’তে লড়বে বেলজিয়াম ও ইউক্রেন, এই গ্রুপে সবগুলো দলেরই সমান একটি করে জয়। যে কারণে শেষ ম্যাচটি প্রায় সবার জন্যই বাঁচা-মরার লড়াই। পর্তুগাল জর্জিয়া ম্যাচে ফেভারিট গ্রুপ শীর্ষ রোনালদোরাই। ২ ম্যাচ খেলে দু’টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে এই ম্যাচে জর্জিয়া মরণকামড় দিতে চাইবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য।

বিজ্ঞাপন
সুতরাং পর্তুগালের জন্য ম্যাচটি কঠিন হতে পারে। জর্জিয়া এবং পর্তুগাল তাদের শেষ পাঁচ ম্যাচের ৪টিতে অপরাজেয় থেকেছে, যে কারণে শক্তিশালী পর্তুগালের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়তে চাইবে জর্জিয়া। এর আগের ম্যাচে শেষ মিনিটের গোলে চেক রিপাবলিক জর্জিয়ার সঙ্গে ড্র করে দলটির ভাগ্য সুতোয় ঝুলিয়ে দেয়। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিক ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তুর্কিরা। এরমধ্যেই ২ ম্যাচের একটিতে ড্র ও একটিতে হার নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। 

১৯৯৬ সালের ইউরো রানার্স আপ চেক রিপাবলিকের জন্য তুরস্কের সঙ্গে ম্যাচটি তাই মাস্ট উইন। অবশ্য ম্যাচটিতে নামার আগে ফেভারিট হিসেবেই নামছে চেক রিপাবলিক। নিজেদের শেষ ৫ ম্যাচের ৪টিতেই অপরাজেয় তারা। অন্যদিকে তুরস্ক শেষ পাঁচ ম্যাচের ৩টিতেই হেরেছে, জয় ও ড্র মাত্র ১টি করে। গ্রুপ ‘ই’তে বেলজিয়াম মুখোমুখি হবে ইউক্রেনের। মার্সিডিজ বেঞ্জ এরিনার এই ম্যাচে বেলজিয়ামের রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনো এই দুইজনের যে কেউ একাই পার্থক্য গড়ে দিতে পারবেন। লুকাকু বেলজিয়ামকে এবারের ইউরোতে দু’টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন।  ইউক্রেনের মাইকোলা শাপারেঙ্কো ১টি গোল এবং ১ অ্যাসিস্ট করে দলের গুরুত্বপূর্ণ জয়ে অবদান রেখেছেন। বেলজিয়াম পয়েন্ট টেবিলে দুইয়ে থাকলেও ইউক্রেন আছে চারে। সুতরাং ইউক্রেন চাইবে জয়। অন্যদিকে হার এড়ালেই বেলজিয়ামের সামনে খোলা থাকবে দ্বিতীয় রাউন্ডের দুয়ার। বেলজিয়াম অবশ্য গত ৬ ইউরোর কোনোটিতেই গ্রুপপর্বের শেষ ম্যাচে হারেনি। যে কারণে বলা চলে ডি ব্রুইনোর দল ফেভারিট হিসেবেই মাঠে নামবে। ই’ গ্রুপের অন্য ম্যাচে মাঠে নামবে স্লোভাকিয়া ও রোমানিয়া। রোমানিয়া গ্রুপের শীর্ষে থাকলেও তাদের ও স্লোভাকদের সমান ১টি করে জয় গ্রুপপর্বে। সুতরাং দুই দলই মরিয়া হয়ে খেলবে জয়ের জন্য। স্লোভাকিয়া বেলজিয়ামকে হারিয়ে এবারের টুর্নামেন্ট দুর্দান্তভাবেই শুরু করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইউক্রেনদের কাছে ২-১ গোলে তারা হেরে বসে। ফলে এই ম্যাচটি দলটির জন্য ডু অর ডাই ম্যাচ। অন্যদিকে রোমানিয়া শুধুমাত্র ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারবে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status