কলকাতা কথকতা
দুন এক্সপ্রেসে পর্যটকদের ওপর হামলা: হকি স্টিক, উইকেট, বেল্ট দিয়ে চললো মারধর
সেবন্তী ভট্টচার্য্য, কলকাতা থেকে
(৪ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন
হাওড়াগামী দুন এক্সপ্রেসে হামলার অভিযোগ। কেদারনাথ ঘুরে ফেরার পথে ট্রেনের মধ্যে সংরক্ষিত কামরায় আক্রান্ত বাঙালি পর্যটকরা। জোর করে বিনা টিকিটে ট্রেনে উঠে জায়গা দখল করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ১৫ জনের বাঙালি পর্যটকের একটি দল বাধা দিলে, বিহারের খুরদা স্টেশনে ট্রেনে উঠে প্রায় দুশোজন মিলে হকিস্টিক, উইকেট, বেল্ট দিয়ে হামলা চালায় পর্যটকদের ওপর। নারীসহ প্রায় দশজন যাত্রী আহত হন।
‘রেল মদতে’ ফোন করে কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের অভিযোগ। বেধড়ক মারধর করা হয় ওই বাঙালী যাত্রীদের। যাত্রীরা ট্রেনের গেট লক করে দিলেও দরজা ভেঙে ট্রেনে ঢুকে ভাঙচুর করে দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা আহত যাত্রী দেবব্রত মুখোপাধ্যায়, রুদ্র তরফদাররা গিয়েছিলেন কেদারনাথ ঘুরতে। বাঙালি পর্যটকের দলটি রবিবার রাতে ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেস ধরেন। S9 কামরায় ছিলেন তারা। নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা জানান, সোমবার রাতে বেনারস থেকে এক যাত্রী ওই কামরায় চড়েন। সংরক্ষণ না থাকলেও জোর করে ওই যাত্রীদের আসনে বসে পড়েন বলে অভিযোগ। জানলা দিয়ে গুটখার পিক ফেলায় তাকে বারণ করেন যাত্রীরা। ছমাসের এক শিশু থাকা সত্ত্বেও এভাবে পিক ফেলায় বিরক্ত হয়ে যাত্রীরা তাকে সিট ছাড়তে বাধ্য করেন। আরও অভিযোগ, এই ঘটনার পর সেখানে দাঁড়িয়েই ওই যাত্রী হুমকি দেন, পরের স্টেশন এলে দেখিয়ে দেবেন। মোবাইলে একের পর এক ফোন করে তিনি লোকজনকে স্টেশনে আসতে বলেন। এরপরেই হকিস্টিক এবং বেল্ট দিয়ে হামলা চালানো হয় দুন এক্সপ্রেসের যাত্রীদের ওপর। এই ঘটনায় পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের অভিযোগ, দুটি মোবাইল নিয়ে ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, রেলের সুরক্ষা নিয়ে। দুন এক্সপ্রেস মঙ্গলবার সকালে হাওড়া আসার পর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন আহত যাত্রীরা ।