ভারত
জমি দখল ঘিরে গুলির লড়াইয়ে উত্তপ্ত উত্তরপ্রদেশের বরেলী
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ২৩ জুন ২০২৪, রবিবার, ২:২৮ অপরাহ্ন
জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলী। রবিবার সকালে আচমকা গুলির লড়াই শুরু হয়ে যায় খোলা রাস্তায়। সেইসময় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পথচারীরা হেঁটে যাচ্ছিলেন। এসব দেখে তারাও আতঙ্কিত হয়ে যান। একটি ধাবার জমি দখলকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত। বরেলীর পিলিভীট রোডের ইজ্জত নগর থানা এলাকায় জমি মাফিয়ারা বুলডোজ়ার নিয়ে এসে ওই ধাবার জমি দখল করার চেষ্টা করেন। তার পরই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সবাই রাইফেল হাতে সুসজ্জিত ছিলো। রাস্তার অন্য প্রান্ত থেকে মাফিয়ারা ধাবার লোকজনকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালাচ্ছিল। পাল্টা গুলি ছুটে আসছিল ধাবা থেকেও। ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। জানা গেছে, পিলিভীট রোডে বজরং ধাবার কাছে রাজীব রানা নামে একজন নির্মাতা প্লটটি দখল করার চেষ্টা করছিলেন, যা আদিত্য উপাধ্যায়ের মালিকানাধীন। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সার্কেল অফিসার অনিতা চৌহান জানান, রানা আজ সকালে দুটি জেসিবি নিয়ে প্লটটি দখলে নিতে আসেন এবং উপাধ্যায় ও তার আত্মীয় তাকে থামানোর চেষ্টা করেন। এর ফলে গোলাগুলি শুরু হয় এবং উভয় জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বরেলীর সিনিয়র পুলিশ সুপার ঘুলে সুশীল কুমার বলেছেন, "দুটি মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। একটি দল গঠন করা হয়েছে। তদন্তের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এটি একটি গুরুতর ঘটনা। গ্যাংস্টার আইন এবং জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আমরা সব অভিযোগ গুরুত্ব সহকারে নেবো । স্থানীয় পুলিশ কর্মকর্তাদেরও ত্রুটি রয়েছে এবং ইজ্জত নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। ' রাজ্যে জমি মাফিয়াদের বাড়বাড়ন্তের জন্য উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলেছে সমাজবাদী পার্টি । এক্স হ্যান্ডেলে দলের তরফে লেখা হয়েছে, ‘উত্তরপ্রদেশে গুন্ডাগিরি চরমে পৌঁছেছে, অপরাধীদের মনোবল তুঙ্গে! বরেলীতে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে সরকারি সুরক্ষিত গুন্ডারা। সরকারের আশীর্বাদে যে মাফিয়ারা বেড়ে উঠছে, মুখ্যমন্ত্রী কবে তাদের লাগাম দেবেন? রাজ্যের অনিরাপদ পরিবেশে জনসাধারণ উদ্বিগ্ন।’
সূত্র : এনডিটিভি