অনলাইন
ইসরাইলি উপকূলে ৩৩০০ বছরের পুরনো জাহাজ উদ্ধার
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

৩ হাজার ৩০০ বছর আগের একটি জাহাজের সন্ধান মিললো ইসরাইলে। যাকে একটি যুগান্তকারী প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে। উত্তর ইসরাইলের উপকূলে প্রাকৃতিক গ্যাসের জন্য খননকারী একটি কোম্পানি ৩৩০০ বছরের পুরনো জাহাজটির সন্ধান পায় ভূমধ্যসাগরের তলদেশে ১.৮ কিলোমিটার গভীরে। খ্রিস্টপূর্ব ১৩-১৪ শতকের জাহাজের ধ্বংসাবশেষের আবিষ্কার প্রমাণ করে- ব্রোঞ্জ যুগের শেষের দিকের নাবিকরা অনায়াসেই সমুদ্রে চলাচল করতে পারত। ইসরাইল অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ) এই সত্য উদ্ঘাটনের কথা জানিয়ে দাবি করেছে, এখনও পর্যন্ত সুপ্রাচীন জাহাজ থেকে পাওয়া জিনিসপত্র ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের গতিপথ বদলের। উদ্ধার হওয়া জাহাজ সেই যুগের উন্নত সমুদ্রবিদ্যা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য যোগাযোগের এক দলিল।ইসরাইলি উপকূল বরাবর রুটিন সার্ভে চালানোর সময়ে ন্যাচারাল গ্যাস কোম্পানি ‘এনার্জিয়ান’ ওই বাণিজ্য জাহাজের পণ্যসম্ভার থাকা কয়েকশো কন্টেনারের হদিশ পায়। এনার্জিয়ান-এর পরিবেশ বিভাগের প্রধান কার্নিট বাহারটান বলছেন, ‘সমুদ্রের গভীরে জায়গাটা দেখে অস্বাভাবিক লাগছিল। আমরা ইসরাইল পুরাকীর্তি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, যখন আমরা তাদের ছবিগুলি পাঠিয়েছিলাম তখন এটি একটি চাঞ্চল্যকর আবিষ্কার হিসাবে পরিণত হয়েছিল।' আইএএ-র মেরিন ইউনিট হেড জেকব শারভিটের বক্তব্য, ‘ওই জাহাজ ব্রোঞ্জ যুগের শেষ দিককার। হয় ঝড়ের কবলে পড়ে, না-হয় জলদস্যুদের হামলায় জাহাজটা ডুবেছিল। যে ধরনের ঘটনা তখন ঘটত প্রায়শই।’ এনার্জিয়ান এবং আইএএ যৌথ ভাবে তৎপর হয় ইতিহাসকে সমুদ্রের গভীর থেকে তুলে আনতে। জাহাজের পণ্যসম্ভার সম্পূর্ণরূপে অক্ষত ছিল, আইএএ- এর অনুমান জাহাজটি ঝড়ের মধ্যে বা জলদস্যুদের আক্রমণের পড়ে ডুবে যায়।অপারেশন চলাকালীন, গবেষক দলটি নিশ্চিত করেছে যে জাহাজটি ১২-১৪ মিটার দীর্ঘ এবং শত শত পণ্য পরিবহন করছিলো। কিছু অংশ সমুদ্র তল থেকে দৃশ্যমান হলেও কিন্তু কাদার নিচে ছিল। রোবটের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে সন্ধান পাওয়া জাহাজটি থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে। ইসরাইল অ্যান্টিকুইটিস অথরিটি সেই ছবি প্রকাশ করেছে। আইএএর সমুদ্র ইউনিটের প্রধান জ্যাকব শারভিট বলেছেন, এ জাহাজের সন্ধান পাওয়ার পর জানা যায় প্রাচীন নাবিকরাও নৌ চলাচলে দক্ষ ছিলেন। জেরুজালেমে প্রত্নতত্ত্বের জন্য পরিচিত জে এবং জেনি স্কটেনস্টাইন ন্যাশনাল ক্যাম্পাসে সমুদ্রের তল থেকে তোলা জাহাজটি প্রদর্শন করা হবে।
সূত্র : টাইমস অফ ইসরাইল
পাঠকের মতামত
জাহাজ আবিষ্কারের কথা বলে হত্যার মোড় অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার অজুহাত।